For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

OROP: এক পদ এক পেনশন প্রকল্পে সংশোধন! উপকৃত হতে চলেছেন সেনাবাহিনীর ২৫ লক্ষের বেশি প্রবীণ সদস্য

এক পদ এক পেনশন প্রকল্পে সংশোধনের কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্তের জেরে সারা দেশে সেনাবাহিনীর প্রায় ২৫.১৩ লক্ষ প্রবীণ সদস্য উপকৃত হবেন। ২০১৯-এর ১ জুলাই থেকে

  • |
Google Oneindia Bengali News

এক পদ এক পেনশন প্রকল্পে সংশোধনের কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্তের জেরে সারা দেশে সেনাবাহিনীর প্রায় ২৫.১৩ লক্ষ প্রবীণ সদস্য উপকৃত হবেন। ২০১৯-এর ১ জুলাই থেকে এই সুবিধা পাওয়া যাবে। ছয়মাস বাদে বাদে চারটি কিস্তিতে বকেয়া অর্থ প্রদান করা হবে।

OROP: এক পদ এক পেনশন প্রকল্পে সংশোধন! উপকৃত হতে চলেছেন সেনাবাহিনীর ২৫ লক্ষের বেশি প্রবীণ সদস্য

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে ২০১৯-এর জুলাই থেকে ২০২২-এর জুন সময়ের মধ্যের সেনাবাহিনীর প্রবীণ সদস্যদের ২৩৬৩৮ কোটি টাকা বকেয়া হিসেবে দেওয়া হবে। ৩১ শতাংশ ডিএ হিসেবে বার্ষিক প্রায় ৮৪৫০ কোটি টাকা অতিরিক্ত খরচ হিসেবে ধরেছে কেন্দ্র।

২০১৯-এর ১ জুলাই থেকে ২০২১-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে খরচ ধরা হয়েছে ১৯৩১৬ কোটি টাকা। এর মধ্যে ২০১৯-এর ১ জুলাই থেকে ২০২১-এর ৩০ জুন পর্যন্ত ১৭ শতাংশ হিসেবে এবং ২০২১-এর ১ জুলাই থেকে ২০২১-এর ৩১ ডিসেম্বরের মধ্যে ৩১ শতাংশ হিসেবে এই ভাতা দেওয়া হবে।

বর্তমান ডিএ-র ওপরে নির্ভর করে ২০১৯-এর ১ জুলাই থেকে ২০২২-এর ৩০ জুন পর্যন্ত এই ভাতায় খরচ হিসেবে ২৩,৬৩৮ কোটি টাকা ধরা হয়েছে। যা বর্তমান ওআরওপি-র অ্যাকাউন্টের খরচের থেকে বেশি।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এক পদ এক পেনশনের নিরিখে সেনাবাহিনী থেকে অবসর নেওয়া অবসরপ্রাপ্তদের ২০১৮ সালের ন্যূনতম ও সর্বোচ্চ পেনশনের গড় করে তার ভিত্তিতে এই পেনশন ঠিক করা হবে।
সরকারের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, এক পদ এক পেনশন দেশের তরুণ প্রজন্মকে সেনাবাহিনীতে যোগ দিতে উৎসাহ দেবে।
প্রসঙ্গত মোদী সরকার ২০১৫ সালের নভেম্বরে, ২০১৪-র ১ জুলাই থেকে একপদ এক পেনশনের অধীনে সেনাবিহীনর অবসরপ্রাপ্তদের পেনশন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছিল। সেই সময় সরকার জানিয়েছিল, প্রতি পাঁচ বছর অন্তর এই পেনশন সংশোধন করা হবে।

English summary
Union Cabinet approves the revision of pension of Armed Forces pensioners and family pensioners under OROP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X