For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে চালু হচ্ছে ডিজিটাল মুদ্রা! ব্যবহার করা হবে ব্লকচেইন টেক, ঘোষণা অর্থমন্ত্রীর

দেশে চালু হচ্ছে ডিজিটাল মুদ্রা! ব্যবহার করা হবে ব্লকচেইন টেক, ঘোষণা অর্থমন্ত্রীর

  • |
Google Oneindia Bengali News

২০২২-২০২৩ সালের অর্থবর্ষে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে আসছে ডিজিটাল রুপি। দেশের নিজস্ব ডিজিটাল কারেন্সি হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি জানিয়েছেন ব্লকচেনের মাধ্যমে করা হবে। এই ডিজিটাল কারেন্সি বা Digital Rupee বা Central Bank Digital Currency চালু করার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী।


ডিজিটাল রুপি নতুন ভাবনা নয়

ডিজিটাল রুপি নতুন ভাবনা নয়

২০২১ সালেই ব্যাঙ্ক নোটের মধ্যে ডিজিটাল নোটকে অন্তর্ভুক্ত করার কথা আগেই শুরু করা হয়েছিল। তখনই অর্থমন্ত্রী বলেছিলেন, এই বিষয়টি নিয়ে ভাবতে হবে ও খুব সতর্ক ভাবে এগোতে হবে আমাদের। যেখানে ব্যাঙ্ক নোটের মধ্যে ডিজিটাল নোটকে অন্তর্ভুক্ত করার জন্য গত বছরে অক্টোবরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ১৯৩৪ সালের অ্যাক্ট অনুযায়ী একটি সংশোধনীর অনুমোদন পেয়েছিল।

 বিশ্বে এখন নজরকাড়া হল ক্রিপ্টোকারেন্স

বিশ্বে এখন নজরকাড়া হল ক্রিপ্টোকারেন্স

বিশ্বে এখন নজরকাড়া হল ক্রিপ্টোকারেন্স। আর এই ডিজিটাল কারেন্সি আগের বছর বিশেষভাবে জনপ্রিয়তা পেয়েছে। ভবিষ্যতে এই অর্থনীতি একটি বড় ভূমিকা পালন করেছেন। আর অর্থমন্ত্রী এই ডিজিটাল কারেন্সি প্রস্তাবে ভারতীয় অর্থনীতির জন্য একটা বিশেষ সুখবর।

 ২০২১ সালের সমীক্ষায় কী উঠে এসেছে

২০২১ সালের সমীক্ষায় কী উঠে এসেছে

ইলেকট্রনিক আকারে কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা, সার্বভৌম মুদ্রা, প্রচলিত মুদ্রা প্রদর্শিত করা হবে। ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস (BIS) এর ২০২১ সালের সমীক্ষায় দেখা গিয়েছে, CBDC তে ৮৬ শতাংশ কেন্দ্রীয় ব্যাংক গবেষণা করছে। পাশাপশি ৬০ শতাংশ প্রযুক্তি নিয়ে গবেষণা করছে। আর ১৪ শতাংশ পাইলট প্রকল্প নিয়ে কাজ করছে।

 সিইও আদিল শেঠ কী জানালেন

সিইও আদিল শেঠ কী জানালেন

ভারত নিজস্ব ডিজিটাল কারেন্সি তৈরি করতে অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করবে। ইতিমধ্যে BankBazaar.com-এর সিইও আদিল শেঠ বলেন, বিশ্বে কয়েকটি দেশের মত ভারত এবার নিজস্ব দেশে নিজস্ব ব্লকচেইন মুদ্রা চালু করতে চলেছে। আর এর ফলে ভারতের অর্থনীতির ওপর একটা বিশাল প্রভাব পড়তে পারে। ডিজিটালাইজড ফাইন্যান্সে ভারতের মর্যাদাকে ছোট করে দেখা হয়। এটা তাঁদের প্রতি একটা উপযুক্ত জবাব। দেশে এটা চালু হলে ব্লকচেইন, লোয়ার ওপেক্সের সুবিধা পাওয়া যাবে। এর সমস্ত প্রভাব সঠিকভাবে বোঝার জন্য অপেক্ষা করতে হবে।

RBI আগেই জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাঙ্ক ডিজিটাল মুদ্রা ও দেশের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি নিয়েই আগেই আলোচনা করেছেন। ৫৯২ তম রাজ্যপাল শক্তিকান্ত দাসের সভাপতিত্বে লখনউতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেখানে থেকেই এটি জানা গিয়েছে।

CBDC কী

CBDC কী

জানা গিয়েছে, ১৯৩৪ সালের অক্টোবর মাসে RBI সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সির প্রস্তাব পেশ করেছিল। CBDC শব্দটি হল একটি মুদ্রার ভার্চুয়াল ফর্মকে বোঝায়। এটির মাধ্যমে দেশের সরকারি মুদ্রার ইলেকট্রনিক রেকর্ড জানা যায়।

এমএসএমই-র জন্য খুশির খবর, ইসিএলজিএস স্কিমে গ্যারান্টি কভার ৫ লক্ষ কোটি বৃদ্ধি এমএসএমই-র জন্য খুশির খবর, ইসিএলজিএস স্কিমে গ্যারান্টি কভার ৫ লক্ষ কোটি বৃদ্ধি

English summary
Digital currency is being introduced in the country!
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X