
Union Budget: বাজেট নিয়ে ব্রিটিশ আমল থেকেই ছিল নানা ঐতিহ্য! মোদী জমানায় ৫ বড় পরিবর্তন
নরেন্দ্র মোদী (Narendra Modi) দেশের প্রধানমন্ত্রী হয়েছেন ২০১৪ সালে। তারপর থেকে তিনি চালু থাকা বিভিন্ন ঐতিহ্যের পরিবর্তন করেছেন। যার মধ্যে বাজেট সম্পর্কীয় বিষয়ও রয়েছে। ১ ফেব্রুয়ারি নিজের চতুর্থ বাজেট (union budget 2022) পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। তার আগে ঐতিহ্যের পরিবর্তন একনজরে।

বাজেটে পেশের তারিখ পরিবর্তন
ব্রিটিশ শাসন থেকেই দেশে ফেব্রুয়ারির শেষ দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি বাজেট পেশ করা হত (১৯৬৪ ও ১৯৬৮ সালে তৎকালীন অর্থমন্ত্রী মোরারজি দেশাই ২৯ ফেব্রুয়ারি বাজেট পেশ করেছিলেন)। মোদী জমানায় ২০১৭ সালে তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সময়ে বাজেট পেশের দিন পরিবর্তন করে ১ ফেব্রুয়ারি করা হয়। কারণ হিসেবে বলা হয়েছিল নতুন অর্থবছর শুরু আগে বাজেট সংক্রান্ত সব কাজ শেষ করতে হবে।

রেল বাজেট সাধারণ বাজেটের অংশ
মোদী জমানাতে রেল বাজেটকে সাধারণ বাজেটের অংশ করা হয়েছে। দেশে ব্রিটিশ আমলে ১৯২৪ সাল থেকে আলাদা ভাবে বাজেট পেশে করা হত। ২০১৬ সাল থেকে এর পরিবর্তন করা হয়। বলা ভাল ঐতিহ্যের পরিবর্তন করা হয়।

ব্রিফকেস হয়ে গিয়েছে ট্যাবলেট
স্বাধীন ভারতে ১৯৪৭-এর ২৬ নভেম্বর প্রথম বাজেট পেশ করেছিলেন আরকে সম্মুখম শেট্টি। তিনি সেই সমিয় একটি চামড়ার ব্রিফকেস নিয়ে সংসদে গিয়েছিলেন। সেই ঐতিহ্যের পরিবর্তন হয় ২০১৯ সালে। ওই বছরের ৫ জুলাই, নির্মলা সীতারমন তাঁর প্রথম বাজেট পেশের দিন একটি লাল কাপড়ের ব্যাগে বাজেটের কাগজ নিয়ে এসেছিলেন। আর ২০২১-এ তিনি একটি ট্যাবলেটে বাজেটের যাবতীয় কাগজপত্র নিয়ে গিয়েছিলেন সংসদে। বাজেট ছিল পেপার লেস।

বাতিল হালুয়া অনুষ্ঠান
বাজেট ছাপার আগে হালুয়া অনুষ্ঠান করা হত বছরের পর বছর ধরে। কিন্তু ২০২১ সালে করোনা পরিস্থিতির কারণে সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। বাজেট তৈরির সঙ্গে যুক্ত সরকারি কর্মীদের কর্মক্ষেত্রেই মিষ্টি সরবরাহ করা হয়েছিল।

পঞ্চবার্ষিকী পরিকল্পনা সমাপ্ত
মোদী সরকারের আমলে পঞ্চ বার্ষিকী পরিকল্পনা সমাপ্ত করা হয়েছে। ২০১৫ সালে মোদী সরকার পঞ্চবার্ষিকী পরিকল্পনা সমাপ্ত করার কথা জানিয়ে নীতি আয়োগ গঠন করে। উল্লেখ করা প্রয়োজন দেশ স্বাধীন হওয়ার পরে জওহরলাল নেহরুর সময় থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনার শুরু করা হয়েছিল।