For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার গরুর জন্যও আধার! প্রথম পর্যায়ের জন্য ৫০ কোটির বাজেট বরাদ্দ মোদী সরকারের

এবার গরুরও আধার দিতে চলেছে নরেন্দ্র মোদীর সরকার। ২০১৫-তে এর উদ্যোগ নেওয়া হলেও, এবারের বাজেটে প্রথম পর্যায়ের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

এবার গরুরও আধার দিতে চলেছে নরেন্দ্র মোদীর সরকার। ২০১৫-তে এর উদ্যোগ নেওয়া হলেও, এবারের বাজেটে প্রথম পর্যায়ের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

এবার গরুর জন্যও আধার! প্রথম পর্যায়ের জন্য ৫০ কোটির বাজেট বরাদ্দ মোদী সরকারের

গরুদের আধার দেওয়ার কাজটি প্রয়োগের দায়িত্বে রয়েছে কৃষিমন্ত্রক। পলিইউরেথিনের তৈরি এই চিপের দাম পড়বে আট থেকে ১০ টাকা। যার মধ্যে গরু সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া থাকবে।

প্রকল্পের নাম দেওয়া হয়েছে পশু সঞ্জীবনী প্রকল্প। ডেয়ারি এবং ফিশারি সেক্টরের বৃহত্তর অঙ্গ হিসেবে পশুদের ইউআইডি স্কিম।

নিজের বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ফিশারি অ্যান্ড অ্যাকুয়াকালচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড এবং অ্যানিমাল হাসব্যান্ড্রি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন।

২০১৫-তে সরকারি কমিটি গরুদের জন্য ইউআইডির পক্ষে সওয়াল করে। সুপ্রিম কোর্টের নির্দেশে গরু পাচার রোধে ব্যবস্থার অঙ্গ হিসেবেই এই সওয়াল করা হয়েছিল। কমিটির সুপারিশ অনুযায়ী, গরুর মালিক গরুর নথিভুক্তিকরণের জন্য দায়ী থাকবেন। নথিভুক্তির প্রমাণও রাখতে হবে গরুর মালিককেই। কোনও সময় মালিকানার পরিব্রতন হলে তা হস্তান্তরিত হবে পরবর্তী মালিকের কাছে।

English summary
Union Budget says 40 million cattle will get UID for the ist phase at the cost of Rs 50 crore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X