For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় বাজেটে নজর কর ছাড়ের দিকে, কোন দুই ধারা কীভাবে স্বস্তি দিয়ে থাকে করদাতাদের?

আজ কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়কর ছাড়ের সীমার দিকে নজর আমজনতার। জেনে নিন কোন দুই ধারায় স্বস্তি পান করদাতারা।

  • |
Google Oneindia Bengali News

আর কিছুক্ষণ পরেই সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। আগামী বছর লোকসভা ভোট রয়েছে। তার আগে এটিই হতে চলেছে শেষ পূর্ণাঙ্গ বাজেট। অর্থনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, করদাতাদের জন্য স্বস্তিদায়ক কিছু ঘোষণা থাকতে পারে এবারের বাজেটে।

নজরে আয়কর ছাড়

নজরে আয়কর ছাড়

প্রতিবারই বাজেটের সময় আমজনতার চোখ থাকে আয়কর সংক্রান্ত বিষয়টির দিকে। সকলেই প্রত্যাশা করেন করে বাড়তি কিছু ছাড়। বাজেট পেশের সময় সেই ঘোষণা শোনার জন্য আজও অধীর অপেক্ষা করছেন সকলে। ১৯৬১ সালের আয়কর আইনে বেশ কিছু ক্ষেত্রে ট্যাক্স ডিডাকশন বা আয়করে ছাড়ের উপায় বাতলে দেওয়া রয়েছে। তবে এখন সেই সুবিধার ক্ষেত্রটা অনেক কমে এসেছে। তা সত্ত্বেও ৮০সি ও ৮০ডি ধারা রয়েছে করদাতাদের স্বস্তি দেওয়ার জন্য।

স্বস্তির ক্ষেত্র

স্বস্তির ক্ষেত্র

আয়কর আইনে কর ছাড় পাওয়ার ক্ষেত্রে ৮০সি ধারাটি অত্যন্ত জনপ্রিয়। কিছু ক্ষেত্রে বিনিয়োগ করলে সংশ্লিষ্ট ব্যক্তি কর ছাড় পেতে পারেন। আর তা না করলে আয়ের নির্ধারিত স্ল্যাবের বাইরে গেলেই গুনতে হয় প্রদেয় করের অর্থ। তবে সচেতন করদাতারা বেছে নেন এই ধারাটিকেই, ট্যাক্স সেভিং ইনভেস্ট করে থাকেন। করদাতার মোট আয়ের ভিত্তিতে দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় মেলার সুযোগ রয়েছে এই ৮০সি ধারায়। এই ধারার সুবিধা নিতে পারেন করদাতারা এবং হিন্দু অবিভক্ত পরিবার বা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি (HUL)। কোম্পানি, পার্টনারশিপ ফার্ম, এলএলপিরা এই ধারায় কর ছাড়ের সুযোগ পায় না।

৮০সি ধারা

৮০সি ধারা

৮০সি ধারায় রয়েছে বেশ কিছু উপধারা বা সাব সেকশন। যেমন- ৮০সিসিসি, ৮০সিসিডি (১), ৮০সিসিডি (১বি) ও ৮০ সিসিডি (২)। ধারা ও উপধারাগুলো মিলিয়ে দেড় লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ডিডাকশনের সুবিধা রয়েছে। ৮০সিসিডি (১বি) উপধারায় ৫০ হাজার টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা মেলে। নিজের, সহধর্মিনী ও পুত্রের জন্য জীবনবিমা পলিসি, প্রভিডেন্ট ফান্ড, সর্বাধিক দুই সন্তানের টিউশন ফি, রেসিডেন্সিয়াল প্রপার্টি কেনা বা তৈরি, ন্যূনতম ৫ বছরের ফিক্সড ডিপোজিট দেখিয়ে ৮০সি ও তার উপধারায় কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। এ ছাড়া মিউচুয়াল ফান্ড, সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম, নাবার্ড বন্ড ইত্যাদিতেও এই ধারার সুবিধাগুলি মেলে।

বাজেট 2023 LIVE: অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন নাগেশ্বরন, নজর জিডিপিতেবাজেট 2023 LIVE: অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন নাগেশ্বরন, নজর জিডিপিতে

৮০ডি ধারা

৮০ডি ধারা

এবার নজর দেওয়া যাক ৮০ডি ধারার দিকে। কোনও ব্যক্তি বা তাঁর পরিবারের সদস্যদের স্বাস্থ্যপরীক্ষা ও স্বাস্থ্যবিমার মাধ্যমে এই ধারায় কর ছাড় পাওয়ার নিদান রয়েছে। ৮০ডি ধারায় মেডিক্যাল ইনস্যুরেন্স পলিসি কেনা যেতে পারে। এই বিমার ক্ষেত্রে কোনও ব্যক্তি, তাঁর স্ত্রী ও তাঁদের উপর সন্তানের নামে পলিসি থাকলে প্রিমিয়ামের পরিমাণ দেখিয়ে ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় মিলতে পারে। বাবা-মায়ের মেডিক্যাল ইনস্যুরেন্স করানো থাকলেও এই ধারায় কর ছাড় কেউ পেতে পারেনষ ৬০ বছরের কম বয়স হলে ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় কেউ পেতে পারেন। যদি দুজনের বয়স ৬০-এর উপর হয় তাহলে সেই পরিমাণ হতে পারে ৫০ হাজার টাকা পর্যন্ত। ২০১৫-১৬ অর্থবর্ষ থেকে চালু হওয়া নিয়ম অনুযায়ী কোনও ব্যক্তি প্রিভেন্টিভ হেলথ চেক-আপ বা স্বাস্থ্য পরীক্ষার খরচ দেখিয়ে ৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড়ের আবেদন করতে পারেন।

প্রথা মেনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ নির্মলার, সংসদে বাজেট পেশে নারীশক্তির জয়গানে বিরল নজিরপ্রথা মেনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ নির্মলার, সংসদে বাজেট পেশে নারীশক্তির জয়গানে বিরল নজির

English summary
Finance Minister Nirmala Sitharaman Will Present The Union Budget 2023 Today. Know Details Regarding Section 80C And 80D in the Income Tax Act That Help Taxpayers Save Tax.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X