For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Union Budget 2023: অমৃতকালের প্রথম বাজেটে সাত ক্ষেত্রকে অগ্রাধিকার, যুবদের মন জয়ের চেষ্টা নির্মলার

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বললেন, এটি অমৃতকালের প্রথম বাজেট। সাতটি বিষয়কে অগ্রাধিকারের ঘোষণা। যুবসমাজের মন জয়ের চেষ্টাও কেন্দ্রীয় বাজেটে।

  • |
Google Oneindia Bengali News

সংসদে এই নিয়ে পঞ্চমবার বাজেট পেশ করছেন নির্মলা সীতারামন। দ্বিতীয় মোদী সরকারের এটিই শেষ পূর্ণাঙ্গ বাজেট। বাজেটকে জনমোহিনী কিনা তা বলবে সময়। তবে বাজেট ভাষণের শুরুতেই সরকারের সাফল্য ও দিশার কথা স্পষ্ট উল্লেখ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জানিয়ে দিলেন বাজেটে কোন সাতটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে।

সপ্তর্ষিতে অমৃতকালের দিকে

সপ্তর্ষিতে অমৃতকালের দিকে

নির্মলা সীতারামন বাজেটে যে সাতটি বিষয়কে প্রাধান্য দেওয়ার কথা ঘোষণা করলেন তা হলো সকলকে নিয়ে সামগ্রিক বিকাশ (inclusive development), সর্বোচ্চ সীমায় পৌঁছনোর লক্ষ্যে এগিয়ে চলা, পরিকাঠামো ও বিনিয়োগ, যেখানেই কোনও সম্ভাবনা রয়েছে তার বিকাশ, সবুজের বৃদ্ধি, যুবসমাজ ও অর্থনৈতিক শক্তির বিকাশ। যুবদের প্রত্যাশা পূরণের সবরকম বন্দোবস্ত করার আশ্বাসও দেন নির্মলা। আরও বেশি কর্মসংস্থানের সুযোগ, অর্থনীতির নিরিখে ম্যাক্রোইকনমিক স্থিতাবস্থার সুনিশ্চিতকরণের কথাও উঠে এসেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট ভাষণে। এই সাতটি অগ্রাধিকারকে সপ্তর্ষিমণ্ডলের সঙ্গে তুলনা করে নির্মলা বলেন, এই সপ্তর্ষিই আমাদের অমৃতকালের দিকে নিয়ে যাবে।

সাফল্যের খতিয়ান পেশ

সাফল্যের খতিয়ান পেশ

আগের বাজেটগুলিকে ভিত্তি ধরেই আগামী দিনের রূপরেখা নির্ধারিত করা হচ্ছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাঁর দাবি, ভারতীয় অর্থনীতিকে উজ্জ্বল তারকা হিসেবে স্বীকৃতি দিয়েছে গোটা বিশ্ব। অর্থনৈতিক বৃদ্ধির হার ৭ শতাংশে পৌঁছবে, যা মেজর ইকনমির ক্ষেত্রে সর্বাধিক। ভারতীয় অর্থনীতি সঠিক পথেই রয়েছে। উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। করোনা অতিমারির সময় যাতে কাউকে অভুক্ত থাকতে না হয় তা আমরা সুনিশ্চিত করেছিলাম। বিনামূল্যে খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়েছিল।

কর্মসংস্থান বৃদ্ধির সূচক

কর্মসংস্থান বৃদ্ধির সূচক

কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও বলেন, ইপিএফও মেম্বারশিপ দ্বিগুণ হয়েছে, ভারতের অর্থনীতিও অনেক উন্নত হয়েছে। ইপিএফওর মেম্বারশিপের সংখ্যা সাত কোটিতে পৌঁছে গিয়েছে, কর্মসংস্থান বৃদ্ধি এর মাধ্যমেই প্রতিফলিত হচ্ছে। ডিজিটাল পরিকাঠামো ও কোভিড ভ্যাকসিনেশন ভারতকে সঠিক ট্র্যাকে রাখার ক্ষেত্রে সহায়ক হয়েছে। ২০১৪ সাল থেকে কেন্দ্রীয় সরকার সুনিশ্চিত করেছে যে, দেশের নাগরিকরা যাতে ভালো মানের জীবনযাপন করতে পারেন এবং সসম্মানে থাকতে পারেন। পার ক্যাপিটা ইনকান বেড়ে হয়েছে ১.৯৭ লক্ষ টাকা। বিগত ৯ বছরে ভারতের অর্থনীতি দশম থেকে পঞ্চম বৃহত্তম পর্যায়ে পৌঁছেছে।

বাজেট 2023 LIVE: অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন নাগেশ্বরন, নজর জিডিপিতেবাজেট 2023 LIVE: অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন নাগেশ্বরন, নজর জিডিপিতে

ডিজিটাল পরিকাঠামোর উন্নতি

ডিজিটাল পরিকাঠামোর উন্নতি

নির্মলা সীতারামনের দাবি, ভারতের ডিজিটাল পরিকাঠামো অতুলনীয়। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পর্যটনের সম্ভাবনার কথা মাথায় রেখে এই ক্ষেত্রটিতেও বিশেষ গুরুত্ব দেবে সরকার। অমৃতকালের ভিশন হলো, প্রযুক্তি-চালিত ও নলেজ-বেসড অর্থনীতি। সব কা সাথ সবকা বিকাশকে পাথেয় করেই এগিয়ে যাবে দেশের অর্থনীতি।

প্রথা মেনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ নির্মলার, সংসদে বাজেট পেশে নারীশক্তির জয়গানে বিরল নজিরপ্রথা মেনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ নির্মলার, সংসদে বাজেট পেশে নারীশক্তির জয়গানে বিরল নজির

English summary
Union Budget 2023-24: Finance Minister Nirmala Sitharaman Reveals Seven Priorities. According To Her EPFO Membership Doubled To 7 Crores Reflects Increased Employment.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X