For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Union Budget 2022: বাজেটে কি প্রভাব পড়বে ২০২৪-র ভোটের, আমজনতার নজর কর্মসংস্থানে

Union Budget 2022: বাজেটে কি প্রভাব পড়বে ২০২৪-র ভোটের, আমজনতার নজর কর্মসংস্থানে

Google Oneindia Bengali News

আজ বহু প্রতীক্ষিত কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গতকাল থেকেই শুরু হয়েছে বাজেট অধিবেশন। গতকালই অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করেছেন তিনি। তাতে দেশের আর্থিক বৃদ্ধির হার ৯.২ শতাংশ দেখিয়েছে। কিন্তু ২০২৩-এ সেটা কমবে বলেই রিপোর্টে উল্লেখ করেছেন তিনি। তবে মোদীর বাজেটে আমজনতা তাকিয়ে রয়েছে কর্মসংস্থানের উপরে। কারণ করোনা পরিস্থিতিতে কর্মসংস্থানের সংকট তীব্র হয়ে উঠেছে।

বাজেট পেশ আজ

বাজেট পেশ আজ

আজই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ইতিমধ্যেই তিনি নর্থব্লকে পৌঁছে গিয়েছেন। সকাল ১১টা নাগাদ লোকসভায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সংসদে। করোনা সংক্রমণের কারণে এবার বাজেট অধিবেশনের আগে হালুয়া সেরিমনিও হয়নি। করোনা পরিস্থিতিতে এই নিয়ে দ্বিতীয়বার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গতকালই শুরু হয়েছে বাজেট অধিবেশন। তাতে দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে আশার আলো দেখা দিয়েছে দেশে।

কর্মসংস্থান নিয়ে ভাবছে আম জনতা

কর্মসংস্থান নিয়ে ভাবছে আম জনতা

করোনা পরিস্থিতিতে একের পর এক লকডাউনে ধাক্কা খেেয়ছে দেশের বাণিজ্য। অনেকেই কাজ হারিয়েছেন। নতুন করে কর্মসংস্থান তৈরি হয়নি। ফলে যুব প্রজন্মের একটা বড় অংশের কর্মহীন অবস্থায় রয়েছেন। নতুন কোনও কাজের সুযোগ তৈরি হচ্ছে না দেশে। কাজেই ২০২৪ সালের লোকসভা ভোটের আগে এই কর্মসংস্থান বড় ইস্যু হতে চলেছে। কাজেই সেদিকে তাকিয়ে রয়েছে আম জনতা। তাই এবারের বাজটে মোদী সরকার কর্মসংস্থান নিয়ে কোনও বিশেষ ঘোষণা করে কিনা সেদিকে তাকিয়ে রয়েছে আম জনতা।

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ

মোদী সরকারের আরেকটি বড় চ্যালেঞ্জ হল মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। ২০২১-২২ অর্থবর্ষে মারাত্মক আকার নিয়েছে দেশের মুদ্রাস্ফিতী। ২০২১ সালের নভেম্বর মাসে দেশের মুদ্রাস্ফীতি রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল। ১২ বছরে এমন মুদ্রাস্ফীতি তৈরি হয়নি। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন অর্থনীতিবিদরা। দ্রব্যমূল্য বৃদ্ধির জেরে নাভিশ্বাস দশা আম জনতার। কাজেই মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে কোন পদক্ষেপ করবে মোদী সরকার সেদিকে তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ।

নজরে ৫ রাজ্যের বিধানসভা ভোট

নজরে ৫ রাজ্যের বিধানসভা ভোট

বাজেট অধিবেশন শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে ৫ রাজ্যের বিধানসভা ভোট। তারমধ্যে আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর প্রদেশ। এই উত্তর প্রদেশের ভোটর উপরেই ২০২৪-র লোকসভা ভোটে বিজেপির গতি প্রকৃতি নির্ভর করবে বলে মনে করছেন রাজনীতিবিদরা। কাজেই এই ৫ রাজ্যের ভোটের কথা মাথায় রেখে কতটা জনমোহনী সেদিকেই নজর রয়েছে।

English summary
Union Budget 2022 update news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X