For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Union Budget 2022: রাজ্যসভায় তুলনা নকশালদের সঙ্গে! কংগ্রেসের জন্য নতুন নাম প্রস্তাব মোদীর

সোমবার লোকসভায় বাজেট নিয়ে রাষ্ট্রপতির ভাষণের ওপরে ধন্যবাদসূচক ভাষণ দিতে গিয়ে কংগ্রেসকে(Congress) তীব্র আক্রমণ করেছিলেন মোদী (Narendra Modi)। এদিন রাজ্যসভায় আক্রমণের ধারা বজায় রাখলেন প্রধানমন্ত্রী। কংগ্রেসকে শহুরে নকশ

Google Oneindia Bengali News

সোমবার লোকসভায় বাজেট নিয়ে রাষ্ট্রপতির ভাষণের ওপরে ধন্যবাদসূচক ভাষণ দিতে গিয়ে কংগ্রেসকে(Congress) তীব্র আক্রমণ করেছিলেন মোদী (Narendra Modi)। এদিন রাজ্যসভায় আক্রমণের ধারা বজায় রাখলেন প্রধানমন্ত্রী। কংগ্রেসকে শহুরে নকশালদের সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী মোদী কংগ্রেসের নাম বদল করে ফেডারেশন অফ কংগ্রেস রাখারও প্রস্তাব করেন।

কংগ্রেসের জন্যই জরুরি অবস্থা ও শিখ দাঙ্গা

কংগ্রেসের জন্যই জরুরি অবস্থা ও শিখ দাঙ্গা

প্রধানমন্ত্রী মোদী এদিন অভিযোগ করেন, কংগ্রেস না থাকলে জরুরি অবস্থা, দুর্নীতি, শিখদাঙ্গা, কাশ্মীরি পণ্ডিতদের রাজ্য ত্যাগ হত না। কংগ্রেস না থাকলে কন্যারা সবাই নিরাপদে থাকত এবং মানুষ মৌলিক সুবিধা পেত।
কংগ্রেসের মানসিকতার জন্য গত ৫০ বছর ধরে যাঁরা কাজ করার সুযোগ পেয়েছে, তাঁদের নীতির ওপরে বিকৃতির প্রভাব পড়েছে। এই গণতন্ত্র আপনার উদারতার কারণে নয়, ১৯৭৫ সালে যাঁরা গণতন্ত্রের কণ্ঠরোধ করেছিল, তাদের এনিয়ে কথা বলা উচিত নয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কংগ্রেস না থাকলে কী হত, এই মন্তব্যে সময় হট্টগোল হওয়ায় মোদী তাঁর বক্তব্য কিছুক্ষণের জন্য থামাতে বাধ্য হন।

কংগ্রেসকে শহুরে নকশালদের সঙ্গে তুলনা

কংগ্রেসকে শহুরে নকশালদের সঙ্গে তুলনা

প্রধানমন্ত্রী এদিন কেন্দ্রের বিরুদ্ধে ইতিহাস নতুন করে লেখার জন্য অভিযোগ তোলা কংগ্রেসকে নিশানা করেন। তিনি বলেন, বিজেপি সরকারের বিরুদ্ধে ইতিহাস পরিবর্তন করা কিংবা নতুন করে ইতিহাস লেখার অভিযোগ আনা হয়েছে। কারণ হিসেবে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস এখন শহুরে নকশালদের মতো চিন্তা করে। কংগ্রেসের মনস্তত্ত্ব নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। মোগী বলেন, বিজেপি ইতিহাসের কোনও পরিবর্তন করছে না, মানুষের স্মৃতিকে সতেজ করে তুলছে। ইতিহাস যেভাবে ছিল, সেই পথেই নিয়ে যাওয়া হচ্ছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। এই সময়ই তিনি গান্ধী পরিবারের নাম না করে কটাক্ষের সুরে বলেন, কিছু মানুষ ইতিহাস বলতে কেবলমাত্র একটি পরিবারকেই বোঝেন। তার জন্য বিজেপি সরকার কী করতে পারে, প্রশ্ন করেন তিনি।

দেশের গণতন্ত্র কংগ্রেসের পক্ষে নয়

দেশের গণতন্ত্র কংগ্রেসের পক্ষে নয়

প্রধানমন্ত্রী বলেন, হাউজে বলা হয়েছিল কংগ্রেস জাতির ভিত্তিস্থাপন করেছেন আর বিজেপি তার ওপরে পতাকা তুলেছে। প্রধানমন্ত্রী বলেন ১৯৪৭ সালে দেশের জন্ম। তারপর থেকে যাঁরা দেশের জন্য কাজ করেছে, তার ওপর ভিত্তি করেই নীতি তৈরি করা হয়েছে। তারপরেই তিনি বলেন এই গণতন্ত্র কংগ্রেসের পক্ষে নয়। তিনি বলেন, কংগ্রেসের সমস্যা হল তাঁরা এটি পরিবারের বাইরে বেরোতে পারেনি। প্রধানমন্ত্রী কটাক্ষ করে বলেন, এই কংগ্রেসের নাম হওয়া উচিত ফেডারেশন অফ কংগ্রেস।

রাজ্যসভা থেকে ওয়াক আউট

রাজ্যসভা থেকে ওয়াক আউট

কংগ্রেসকে আক্রমণের প্রতিবাদ করে প্রধানমন্ত্রীর ভাষণের সময়ই সাংসদরা রাজ্যসভা ত্যাগ করেন। রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খারগে সংবাদ মাধ্যমকে বলেছেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বলার পরিবর্তনে কংগ্রেসকে আক্রমণ করছিলেন, তাই তাঁরা বেরিয়ে এসেছেন।

দেশে কোথায় দাঁড়িয়ে নাগরিকত্ব সংশোনী আইন, কী বলছে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকদেশে কোথায় দাঁড়িয়ে নাগরিকত্ব সংশোনী আইন, কী বলছে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক

English summary
PM Narendra Modi compares Congress with Urban Naxals in Rajya Sabha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X