For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Union Budget 2022: চলতি বছরেই বিক্রি হবে LIC-র শেয়ার, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

Union Budget 2022: চলতি বছরেই বিক্রি হবে LIC-র শেয়ার, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

Google Oneindia Bengali News

কেন্দ্রীয় বাজেট অধিবেশনে এলআইসি নিয়ে বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন, চলতি বছরেই এলআইসির শেয়ার বাজারে আসবে। গত বাজেট অধিবেশেনে এলআইসির শেয়ার বিক্রির কথা ঘোষণা করেছিল মোদী সরকার। তাই নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে।

এলআইসির বিলগ্নিকরণ

এলআইসির বিলগ্নিকরণ

করোনা পরিস্থিতিতে আত্মনির্ভর ভারত প্রকল্প ঘোষণার সময়ই একাধিক রাষ্ট্রায়াত্ব সংস্থার বেসরকারি করণের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতে অন্যতম ছিল রেল, এয়ার ইন্ডিয়া এবং এলআইসি। এস আইসির শেয়ার বাজারে বিক্রি করা হবে বলে ঘোষণা করেছিল মোদী সরকার। এই নিয়ো গোটা দেশে শোরগোল পড়ে িগয়েছিল। কারণ এলআইসি দেশের সিংহভাগ মানুষের শেষ বয়সের সঞ্চয়ের পথ করে দেয়। অর্থাৎ এলআইসি প্রকল্পের বেশিরভাগটাই করে থাকে মধ্য বিত্তরা।

চলতি বছরেই শেয়ার বিক্রি

চলতি বছরেই শেয়ার বিক্রি

মঙ্গলবার বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন চলতি বছরেই এলআইসির শেয়ার বাজারে বিক্রি করা হবে। অর্থাৎ ২০২২ সাল থেকেই ধীরে ধীরে বিলগ্নিকরণের পথে হাঁটবে এলআইসি। এতে নতুন করে শঙ্কার মেঘ ঘনাতে শুরু করেছে আম আদমির মধ্যে। অনেকেই এলআইসি স্কিম তুলে নেওয়ার পথে হাঁটবেন বলে মনে করা হচ্ছে। কারণ বিলগ্নিকরণের পর কোম্পানি কোন নীতিতে চলবে তা এখনও স্পষ্ট নয়। কাজেই আম আদমীর সঞ্জয়ে কোপ পড়তে চলেছে ২০২২ সালে। মার্চ মাসের পরেই বাজারে চলে আসবে এলআইসির শেয়ার এমনই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ

এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ

এলআইসির শেয়ার বাজারে এখনও ছাড়া হয়নি তবে এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ সম্পূর্ণ হয়ে গিয়েছে বলে বাজেট অধিবেশনে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। টাটা কোম্পানির হাতে তুলে দেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়া। প্রথমে টাটাকই ছিল এয়ার ইন্ডিয়া পরে সেরা ভারত সরকার অধিগ্রহন করেছিল। কিন্তু ধীরে ধীরে সেটা ঘাটতিতে চলতে শুরু করে। করোনা লকডাউনের এয়ার ইন্ডিয়ার পরিস্থিতি একেবারেই তলানিতে এসে ঠেকেছিল। তারপরেই এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের সিদ্ধান্ত নেয় মোদী সরকার।

রেলের বিলগ্নিকরণ

রেলের বিলগ্নিকরণ

ভারতীয় রেলেরও একাধিক ক্ষেত্রের বিলগ্নি করণ করা হয়েছে। বিশেষ করে পরিষেবার ক্ষেত্রে বিলগ্নিকরণ করা হয়েছে। বাজেট অধিবেশনে রেল নিয়ে নতুন কোনও দিশা দেখায়নি মোদী সরকার। তবে রেলের পরিষেবা উন্নয়নে জোর দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই সঙ্গে ৪০০টি বন্দে ভারত এক্সপ্রেস চালুর কথাও ঘোষণা করেছেন তিনি। তবে সেগুলি কোন রুটের হবে সেটা নিয়ে বিস্তারিত কোনও তথ্য তিনি দেননি।

পোস্ট অফিসেই ব্যাঙ্কিং পরিষেবা! ২০২২-এর বাজেট নয়া উদ্যোগ অর্থমন্ত্রী সীতারামনের পোস্ট অফিসেই ব্যাঙ্কিং পরিষেবা! ২০২২-এর বাজেট নয়া উদ্যোগ অর্থমন্ত্রী সীতারামনের

English summary
Union Budget 2022 update news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X