For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Union Budget 2022: নিজের রেকর্ড ভাঙতে পারলেন না নির্মলা! তাহলে...রইল বিস্তারিত

আম আদমির বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। আজ মঙ্গলবার এই বাজেট পেশ করা হয়। কিন্তু গত দুবছরের মতোই এদিনও পেপারলেস বাজেট পেশ করলেন তিনি। একাধিক সেক্টরে বড়সড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্র

  • |
Google Oneindia Bengali News

Budget 2022 : আম আদমির বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। আজ মঙ্গলবার এই বাজেট পেশ করা হয়। কিন্তু গত দুবছরের মতোই এদিনও পেপারলেস বাজেট পেশ করলেন তিনি। একাধিক সেক্টরে বড়সড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

তবে আয়কর ছাড়ের ক্ষেত্রে বেতনভোগী কর্মচারীদের কোনও স্বস্তির ঘোষণা করা হয়নি মোদীর বাজেটে। তবে দেশের অর্থ ব্যবস্থাকে মজবুত করতেই নাকি এই বাজেট বলে দাবি বিজেপির।

এখনও পর্যন্ত সবথেকে ছোট বাজেট-

এখনও পর্যন্ত সবথেকে ছোট বাজেট-

নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঠিক ১১ টা থেকে লোকসভায় বাজেট পড়তে শুরু করেন। কিন্তু বেলা ঠিক ১২টা বেজে ৩২ মিনিটে অর্থমন্ত্রী তাঁর বাজেট পড়া শেষ করে দেন। অর্থাৎ মোট সময় ১ ঘন্টা ৩২ মিনিট ছিল। এই বাজেট নির্মলা সীতারমণের চতুর্থ বাজেট। গত কয়েক বছরে বাজেট এবারের থেকে অনেক বেশি সময় নিয়ে পড়েছিলেন অর্থমন্ত্রী। তথ্য বলছে, এই অবস্থায় এখনও পর্যন্ত সবথেকে ছোট বাজেট ভাষণ দিলেন মোদীর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এই মন্ত্রী।

২ ঘন্টা ৪১ মিনিট ছিল সবথেকে লম্বা বাজেট-

২ ঘন্টা ৪১ মিনিট ছিল সবথেকে লম্বা বাজেট-

সবথেকে লম্বা বাজেট পেশ করেন! অনেকেই এভাবেও নির্মলা সীতারমণকে চিনে থাকেন। ২০১৯ সালে তাঁর প্রথম বাজেট ভাষণ ২ ঘন্টা ১৫ মিনিট ছিল। এরপর ২০২০ সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ২০১৯ এর বাজেট ভাষণের রেকর্ড নিজেই ভেঙে ছিলেন। অর্থাৎ ২০২০ সালে নির্মলা সীতারমণ পুরো বাজেট ভাষণ পড়তে ২ ঘন্টা ৪১ মিনিট সময় নিয়েছিলেন। এই বাজেটে ১৮ হাজার ৯২৬টি শব্দ রয়েছে। এখনও পর্যন্ত সবথেকে বড় বাজেট পড়ার রেকর্ড তাঁর নামেই রয়েছে।

২০২১ সালে বদল হয়!

২০২১ সালে বদল হয়!

এরপর যদিও বাজেট ভাষণের সময় পড়তে থাকে। ২০২১ সালে বাজেট অধিবেশনের সময়ে কমে এক ঘন্টা ৫০ মিনিট হয়। এবার চতুর্থবার আরও কম সময়ে পড়ে ফেললেন ২০২২-২৩ এর আর্থিক বাজেট। তথ্য বলছে এবার মাত্র ১ ঘন্টা ৩২ মিনিটেই সম্পূর্ণ বাজেট পড়া শেষ করে ফেললেন নির্মলা।

কে কতক্ষণ সময় নিয়ে বাজেট পড়েছেন-

কে কতক্ষণ সময় নিয়ে বাজেট পড়েছেন-

২০২০ সালে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ২ ঘন্টা ৪০ মিনিট ধরে বাজেট পড়েছেন।

এরপর ২০১৯ সালে অর্থমন্ত্রী হিসাবে ২ ঘন্টা ১৫ মিনিট বাজেট পড়েছেন নির্মলা।

২০০৩ সালে তৎকালীন অর্থমন্ত্রী জশবন্ত সিং ২ ঘন্টা ১৩ মিনিটের ভাষন পড়েছিলেন।

২০১৪ সালে তৎকালীন অর্থমন্ত্রী অরুন জেটলি ২ ঘন্টা ১০ মিনিট সময় নিয়ে বাজেট পড়েছিলেন।

সবথেকে ছোট বাজেট-

সবথেকে ছোট বাজেট-

যদি শব্দের হিসাবে বলা হয় তাহলে নির্মলা সীতারমণের আগে পূর্ব প্রধানমন্ত্রী মনমোহন সিং ১৯৯১ সালে ১৮,৬৫০ শব্দের বাজেট ভাষণ পড়েছিলেন। তবে এখনও পর্যন্ত সবথেকে ছোট বাজেট পড়ার জন্যে নাম রয়েছে হিরুভাই এম প্যাটেলের। ১৯৭৭ সালের ঘটনা। মাত্র কয়েক মিনিটেই ৮০০ শব্দের বাজেট সম্পূর্ণ ভাবে পড়ে ফেলেছিলেন।

English summary
Union Budget 2022: Nirmala Sitharaman breaks her own record, gives shortest budget speech
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X