For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Union Budget 2022: বাজেটেই রয়েছে ৫ রাজ্যের ভোট মোকাবিলার রসদ! সীতারমনের তারিফ প্রধানমন্ত্রী মোদীর

সামনেই পাঁচ রাজ্যের নির্বাচন (Election)। তার আগে পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটে (union budget 2022) অনেকেই আশা করেছিলেন রাজ্যগুলির জন্য আর্থিক প্যাকেজের ঘোষণা করবেন। তবে তা না করলেও, বাড়ি তৈরি, বেকার যুবক, হর ঘর জল, কৃষক ক

  • |
Google Oneindia Bengali News

সামনেই পাঁচ রাজ্যের নির্বাচন (Election)। তার আগে পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটে (union budget 2022) অনেকেই আশা করেছিলেন রাজ্যগুলির জন্য আর্থিক প্যাকেজের ঘোষণা করবেন। তবে তা না করলেও, বাড়ি তৈরি, বেকার যুবক, হর ঘর জল, কৃষক কিংবা পর্বতমালা প্রকল্পের কথা বলেছেন, তাও খুব একটা কম কিছু নয়। যা নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) তারিফ করেছেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi)।

পিএম আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি

পিএম আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছেন ২০২২-২৩ অর্থবর্ষে শহর এবং গ্রামে পিএম আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি তৈরি করা হবে। যার জন্য বাজেটে ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রেখেছেন তিনি। এই সিদ্ধান্তকে ভোট মুখী বলে বর্ণনা করেছেন বিশেষজ্ঞরা।

হর ঘর জল

হর ঘর জল

বাড়ি হলেই তো হবে না। জলেরও প্রয়োজন সব জায়গাতেই। তা সে পাহাড়ই হোক কিংবা সমতলে। নির্মলা সীতারমন জানিয়েছেন ২০২২-২৩ অর্থবর্ষে ৩.৮ কোটি ঘরে পাইপের মাধ্যমে পাণীয় জল পৌঁছে দেওয়া হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৬০ হাজার কোটি টাকা।

৫ বছরে ৬০ লক্ষ কর্মসংস্থান

৫ বছরে ৬০ লক্ষ কর্মসংস্থান

এবারের বাজেটে ৫ বছরে ৬০ লক্ষ কর্মসংস্থানের কথা বলা হয়েছে। বাজেটে যুব শক্তির কথার পাশাপাশি উঠে এসেছে প্রধানমন্ত্রী গতিশক্তি পরিকল্পনা এবং আত্মনির্ভর ভারতের কথা। আত্মনির্ভর ভারত তৈরি করতে ১৪ টি সেক্টরকে উৎসাহ দানের কথা বলা হয়েছে এবারের বাজেটে। আগামী পাঁচ বছরে ৩০ হাজার কোটির অতিরিক্ত উৎপাদনের কথাও বলা হয়েছে। যে পাঁচ রাজ্যে নির্বাচন রয়েছে তার মধ্যে উত্তর প্রদেশ হল সব থেকে বড়। সেখানে বেকার সমস্যা রয়েছে। ফলে এদিনের বাজেট প্রস্তাব উত্তর প্রদেশে ভোটের মুখে কাজে লাগতে পারে।

কৃষকদের জন্য পদক্ষেপ

কৃষকদের জন্য পদক্ষেপ

তিন কৃষি আইন বাতিল করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হলেও দিল্লির কাছে কৃষক বিক্ষোভ বিজেপিকে বেগ দিতে পারে পঞ্জাব এবং পশ্চিম উত্তর প্রদেশে। তবে তারই মধ্যে ন্যূনতম সহায়ক মূল্য হিসেবে কৃষকদের অ্যাকাউন্টে ২.৩৭ কোটি টাকা পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে এদিনের বাজেটে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন এতে ১৬৩ কোটি কৃষক উপকৃত হবেন। এর পাশাপাশি তিনি ফল ও সবজি উৎপাদনে নিযুক্ত কৃষকদের জন্য বড় প্যাকেজের কথাও ঘোষণা করেছেন। দেশে তৈলবীজের উৎপাদন বাড়াতে কৃষকদের সাহায্য করতে পরিকল্পনার কথা জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে একটি স্কিম চালু করার কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যেখানে কৃষকদের প্রযুক্তিগত সাহায্যের কথা বলা হয়েছে।

নারী ক্ষমতায়ন

নারী ক্ষমতায়ন

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেটে নারী শক্তির কথা বলেছেন উজ্জ্বল ভবিষ্যতের জন্য। সামনের ২৫ বছর অর্থাৎ সরকার নির্ধারিত অমৃত কালে মহিলা ও শিশু উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। মিশন নারীশক্তি, মিশন বৎসল্য এবং সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষান ২ নামে প্রকল্পগুলি এব্যাপারে সাহায্য করবে।

উত্তর-পূর্বের জন্য প্রধানমন্ত্রী ডিভাইন প্রকল্প

উত্তর-পূর্বের জন্য প্রধানমন্ত্রী ডিভাইন প্রকল্প

উত্তর-পূর্বে রাজ্যগুলির উন্নয়নের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় পিএম ডিভাইন প্রকল্পের প্রস্তাব দিয়েছেন। যার মাধ্যমে ১৫০০০ কোটি টাকা খরচ করা হবে রাজ্যগুলির জন্য। পরিকাঠামো এবং সামাজিক উন্নয়ন প্রকল্পে অর্থসাহায্য করা হবে উত্তর-পূর্ব কাউন্সিলের মাধ্যমে। প্রসঙ্গক্রমে উল্লেখ করা প্রয়োজন উত্তর-পূর্বের সাতটি রাজ্যের মধ্যে ভোট হতে চলেছে মনিপুরে।

পাহাড়ি রাজ্যগুলির জন্য পর্বতমালা প্রকল্প

পাহাড়ি রাজ্যগুলির জন্য পর্বতমালা প্রকল্প

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পাহাড়ি রাজ্যগুলির জন্য পর্বতমালা প্রকল্পের কথা ঘোষণা করেছেন। যেখানে জাতীয় রোপওয়ে ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে পিপিপি মোডে দুর্গম পাহাড়ি এলাকায় যাতায়াতের সুবিধার জন্য রোপওয়ে তৈরি করা হবে। সেখানে বসবাসকারীদের সুবিধা ছাড়াও এই পদক্ষেপ পর্যটন প্রসারেও সাহায্য করবে। প্রকল্পে ২০২২-২৩ সালে ৬০ কিমি দীর্ঘ ৮ টি রোপওয়ে তৈরির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত পাহাড়ি রাজ্যগুলির মধ্যে এই মুহূর্তে নির্বাচন হতে চলেছে উত্তরাখণ্ড এবং মনিপুরে।

Weather Update: আরও বাড়বে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির পূর্বাভাস! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়াWeather Update: আরও বাড়বে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির পূর্বাভাস! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

English summary
Modi led BJP Govt will face 5 state election through different projects announced in Union Budget 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X