For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Union Budget 2022: এই বাজেট আগামী ২৫ বছরের ব্লু-প্রিন্ট, সংসদে বলছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

এবারের বাজেট আগামী ২৫ বছরের জন্য ব্লুপ্রিন্ট তৈরি করবে। এদিন সংসদে বাজেট পেশ (Union Budget 2022) করতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (nirmala sitharaman)। এবারের বাজেট ৭৫ বছরের ভারতকে

  • |
Google Oneindia Bengali News

এবারের বাজেট আগামী ২৫ বছরের জন্য ব্লুপ্রিন্ট তৈরি করবে। এদিন সংসদে বাজেট পেশ (Union Budget 2022) করতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (nirmala sitharaman)। এবারের বাজেট ৭৫ বছরের ভারতকে ১০০-র দিকে নিয়ে যাওয়ার জন্য বলেছেন তিনি। বাজেটে এলআইসির আইপিও বাজারে ছাড়ার ঘোষণা ছাড়াও আগামী আর্থিক বছরে আরও বেশি সরকারি সম্পত্তি বিক্রি করা হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

 এই বাজেট ২৫ বছরের ব্লু-প্রিন্ট

এই বাজেট ২৫ বছরের ব্লু-প্রিন্ট

এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করতে গিয়ে শুরুতেই বলেছেন, এবারের বাজেট পরবর্তী ২৫ বছর অর্থাৎ ১০০ বছরের ভারতের দন্য ব্লুপ্রিন্ট তৈরি করবে। দিনের শুরুতে অর্থমন্ত্রক থেকে বেরিয়ে রাষ্ট্রপতি ভবন হয়ে সংসদ ভবনে পৌঁছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেখানে বাজেটে মন্ত্রিসভার অনুমোদনের পরে ১১ টায় সংসদে বাজেট ভাষণ শুরু করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি শুরুতেই বলেন, মহামারী পরিস্থিতিতে যাতা স্বাস্থ্য এবং অর্থনৈতিকভাবে প্রভাবিত হয়েছেন, তাঁদের প্রতি তিনি সহানুভূতিশীল।

৩ বছরে ৪০০ বন্দে ভারত ট্রেন

৩ বছরে ৪০০ বন্দে ভারত ট্রেন

এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, আগামী ৩ বছরে সারা দেশে ৪০০ বন্দে ভারত ট্রেন চালু করা হবে। তিনি বলেছেন, অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চারটি অগ্রাধিকারের কথা জানিয়েছেন। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী গতি শক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বিনিয়োগ, শক্তি পরিবর্তন এবং বিনিয়োগ। তিনি বলেছেন, আগামী ৩ বছকে ১০০ পিএম গতিশক্তি কার্গো টার্মিনাল তৈরি করা হবে। মেট্রো সিস্টেম তৈরি করার জন্য উদ্ভাবনী উপায়গুলির বাস্তবায়ন করা হবে।

 বাজারে আসবে এলআইসির আইপিও

বাজারে আসবে এলআইসির আইপিও

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, এই বছরেই এলআইসির আইপিও বাজারে আনা হবে। তিনি বলেছেন, সরকার এয়ার ইন্ডিয়ার বিক্রি প্রক্রিয়া সম্পন্ন করেছে। ওড়িশার নীলাচল ইস্পাতের বিষয়টিও চূড়ান্ত হয়ে গিয়েছে।

পিএলআই স্কিমে ৬০ লক্ষ চাকরি

পিএলআই স্কিমে ৬০ লক্ষ চাকরি

আত্মনির্ভর ভারতের পথে এগিয়ে যেতে প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিম বেশ সাড়া ফেলেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যেথানে ৬০ লক্ষ নতুন চাকরির সম্ভাবনা তৈরি হয়েছে। সেখানে পরবর্তী ৫ বছরে ৩০ লক্ষ কোটি অতিরিক্ত উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

ইসিএলজিএস স্কিম বাড়ানো হবে ২০২৩-এর মার্চ পর্যন্ত

ইসিএলজিএস স্কিম বাড়ানো হবে ২০২৩-এর মার্চ পর্যন্ত

অর্থমন্ত্রী জানিয়েছেন, ইসিএলজিএস স্কিম বাড়ানো হবে ২০২৩-এর মার্চ পর্যন্ত। প্রকল্পের গ্যারান্টি কভার ৫০ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ কোটি টাকা পর্যন্ত প্রসারিত করা হবে। এই সিদ্ধান্তের ফলে এমএসএমই গুলি উপকৃত হবে।

 ডাকঘরগুলি কোর ব্যাঙ্কিং সিস্টেমের আওতায়

ডাকঘরগুলি কোর ব্যাঙ্কিং সিস্টেমের আওতায়

২০২২-২৩ আর্থিক বছরে দেশের প্রায় ১.৫ লক্ষ ডাকঘর কোর ব্যাঙ্কিং সিস্টেমের আওতায় আসবে। এর মাধ্যমে পোস্চ অফিসে অ্যাকাউন্ট যাঁদের রয়েছে, তাঁরা অনলাইনে লেনদেন করতে পারবেন। এমন কী অন্য ব্যাঙ্কে অর্থ স্থানান্তরিত করা যাবে।

কর কাঠামোয় পরিবর্তন নেই

কর কাঠামোয় পরিবর্তন নেই

এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন ২০২২-২৩ আর্থিক বছরেও ব্যক্তিগত কর কাঠামোর কোনও পরিবর্তন নেই। অর্থাৎ ২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার বছরে যে কর কাঠামো চালু করা হয়েছিল সামনের এক বছরের জন্য তাই থাকছে। অর্থাৎ আয়করের সীমা থাছে ২.৫ লক্ষ টাকা। তবে রিটার্ন ফাইলের সুযোগ বাড়ানো হয়েছে।

Changes From 1st February: ১ ফেব্রুয়ারি থেকে ব্যাঙ্কিং পরিষেবায় বড় পরিবর্তন! সরাসরি প্রভাব সাধারণ মানুষের ওপরChanges From 1st February: ১ ফেব্রুয়ারি থেকে ব্যাঙ্কিং পরিষেবায় বড় পরিবর্তন! সরাসরি প্রভাব সাধারণ মানুষের ওপর

English summary
Highlights key takeways inportant points and announcement from FM Nirmala Sitharaman in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X