For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভর্তুকিতে দেদার কোপ! কতটা টান পড়বে আম জনতার পকেটে?

ভর্তুকিতে দেদার কোপ! কতটা টান পড়বে আম জনতার পকেটে?

Google Oneindia Bengali News

করোনা আবহে মানুষের দুর্ভোগের মাঝেই বাজেট পেশ কেন্দ্রের। এই পরিস্থিতিতে মানুষের বিপদের সময় গোদের ওপর বিষফোঁড়ার মত পেশ হয়েছে বাজেট। এরকমটা মনে করছেন বিরোধীরা। খাদ্য, সার, পেট্রোলিয়ামে ভর্তুকির পরিমাণ কমানো হয়েছে।

কী বলছে বাজেট নথি?

কী বলছে বাজেট নথি?

বাজেট নথি অনুসারে, চলতি অর্থবছরে খাদ্য, সার এবং পেট্রোলিয়ামের উপর সরকারের ভর্তুকি ৩৯ শতাংশ কমে ৪,৩৩,১০৮ কোটি টাকা করা হয়েছে। ২০২২-২০২৩ অর্থবর্ষের মধ্যে ভর্তুকি আরও ২৭ শতাংশ কমে ৩, ১৭,৮৬৬ কোটি টাকায় নামিয়ে আনা হবে বলে ইতিমধ্যেই অনুমান করছেন দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

ভর্তুকিকে কোপ কতটা?

ভর্তুকিকে কোপ কতটা?

আগের বছর, অর্থাৎ ২০২১-২০২২ অর্থবছরের জন্য তার সংশোধিত বাজেটের চিত্র দেখলে বোঝা যাবে যে, কেন্দ্রীয় সরকার পূর্ববর্তী আর্থিক বছরে ৭,০৭,৭০৭ কোটি টাকার প্রকৃত বাজেটের পরিপ্রেক্ষিতে মোট ভর্তুকি নির্ধারণ করেছে ৪,৩৩,১০৮ কোটি টাকা। যার মধ্যে, খাদ্য ভর্তুকি বিগত ২০২০-২০২১ অর্থবছরে ৫,৪১,৩৩০ কোটি টাকা থেকে কমিয়ে চলতি অর্থবছরে মাত্র ২,৮৬,৪৬৯ কোটি টাকায় নামিয়ে আনার কথা বলা হয়েছে। যেখানে পেট্রোলিয়াম ভর্তুকি ৩৮,৪৫৫ কোটি টাকা থেকে কমে দাঁড়াচ্ছে মাত্র ৬,৫১৭ কোটি টাকায়। আর এর ফলে যে কোপ পড়তে চলেছে মধ্যবিত্তের পকেটে, তা একপ্রকার নিশ্চিত বলেই মনে করছেন দেশের তাবড় অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

কিছুটা স্বস্তি কৃষিক্ষেত্রে

কিছুটা স্বস্তি কৃষিক্ষেত্রে

তবে সব ঠিক থাকলে কিছুটা হলেও স্বস্তি মিলতে চলেছে কৃষকদের। কারণ দেশের কৃষিক্ষেত্রে বিকাশের কথা মাথায় রেখে সার ভর্তুকি আগের অর্থবছরে ১,২৭,৯২২ কোটি টাকা থেকে থেকে কিছুটা বাড়িয়ে ২০২২-২০২৩ আর্থিক বছরে ১,৪০,১২২ কোটি টাকায় বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে বাজেট নথি। কিন্তু সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের মত অনুযায়ী দেখতে গেলে ২০২২-২০২৩ অর্থবর্ষের জন্য মোট ভর্তুকি ৪,৩৩,১০৮ কোটি টাকা থেকে আরও কমে ৩,১৭,৮৬৬ কোটি টাকার অঙ্ক হবে বলে অনুমান করা হচ্ছে।

কমছে খাদ্য ভর্তুকিও

কমছে খাদ্য ভর্তুকিও

এরই মধ্যে ২০২২-২০২৩ অর্থবর্ষে খাদ্য ভর্তুকিও কমে গেল ২৮ শতাংশ। আগের বছরের থেকে খাদ্য ভর্তুকি কমে ২,০৬,৮৩১ কোটি টাকা অনুমদন করার কথা সামনে এসেছে, যেখানে আগে তা ছিল ২,৮৬, ৪৯৬ কোটি টাকা।

 নিরাশ করবে পেট্রোলিয়াম ভর্তুকি

নিরাশ করবে পেট্রোলিয়াম ভর্তুকি

তবে এই মুহূর্তে দেশে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল পেট্রোলিয়ামজাত দ্রব্যের মূল্য। সেক্ষেত্রেও এই বাজেট থেকে কিছুই আশার আলো দেখতে পাচ্ছেন না ভারতের আম জনতা, এমনটাই অন্তত বলছে বাজেট নথি। ২০২২-২০২৩ অর্থবর্ষে পেট্রোলিয়াম ভর্তুকি এক ধাক্কায় ১১ শতাংশ কমে যাওয়ার অনুমান লাগানো হচ্ছে। ২০২১-২০২২ অর্থবর্ষে পেট্রোলিয়াম ভর্তুকি খাতে বরাদ্দ ছিল ৬,৫১৭ কোটি টাকা। কিন্তু এবার অর্থাৎ ২০২২-২০২৩ অর্থবর্ষে পেট্রোলিয়াম ভর্তুকি কমে ৫,৮১৩ কোটি টাকা হবে বলে জানাচ্ছে বাজেট নথি।

English summary
union budget 2022 document estimated to reduction of government subsidies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X