For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Union Budget 2022: বাজেট কাজের জন্য? খাদ্য-সারে ভর্তুকি কমানোয় কেন্দ্রের তীব্র সমালোচনা সীতারাম ইয়েচুরির

নির্মলা সীতারমনের (Nirlama Sitharaman) পেশ করা চতুর্থ বাজেটকে (union budget 2022) জনবিরোধী বলে আক্রমণ করলেন সিপিআইএম (CPIM) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)। এদিন তাঁর প্রশ্ন কেন ধনীদের ওপরে করের পরিম

  • |
Google Oneindia Bengali News

নির্মলা সীতারমনের (Nirlama Sitharaman) পেশ করা চতুর্থ বাজেটকে (union budget 2022) জনবিরোধী বলে আক্রমণ করলেন সিপিআইএম (CPIM) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)। এদিন তাঁর প্রশ্ন কেন ধনীদের ওপরে করের পরিমাণ বাড়ানো হল না। প্রসঙ্গত এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট প্রস্তাবে ব্যক্তিগত আয়করের হারের কোনও পরিবর্তন করার কথা ঘোষণা করেননি।

বাজেট জনবিরোধী

বাজেটকে জন বিরোধী বলে বর্ণনা করেছেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি বলেছেন, গত দুবছরে যখন মানুষের দুর্ভোগ বেড়েছে, সেই সময় খাদ্য, সার, পেট্রোলিয়ামে ভর্তুকির পরিমাণ কমানো হয়েছে। যা সাধারণ মানুষের জীবিকার ওপরে আক্রমণ বলে মন্তব্য করেছেন তিনি।

কৃষকদের প্রতি বরাদ্দ কমানো হয়েছে

কৃষকদের প্রতি বরাদ্দ কমানো হয়েছে

সিপিএম সাধারণ সম্পাদক এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃষকদের আয় দ্বিগুন করার প্রচারকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন অর্থমন্ত্রী গর্বের সঙ্গে ঘোষণা করেছেন ২.৩৭ লক্ষ কোটি টারা ধান ও গমের ন্যূনতম সহায়ক মূল্য হিসেবে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি জমা দেওয়া হবে। পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেছেন, বাজেটের প্রস্তাব ২০২০-২১ সালের ২.৪৭ লক্ষ কোটি টাকার থেকে কম। এই বিষয়টিকেও কৃষকদের ওপরে অপরাধমূলক আক্রমণ বলে মন্তব্য করেছেন তিনি।

বাজেটে কর্মসংস্থানের নিশ্চয়তা নেই

সীতারাম ইয়েচুরি এদিন টুইট করে বলেছেন, ২০০ মিলিয়ন মানুষের চাকরি গিয়েছে। কিন্তু বাজেটে শহুরে কর্মসংস্থানের কোনও নিশ্চয়তা ঘোষণা করা হয়নি। এমএনআরইজিএ-তে বরাদ্দ গত বছরের মতোই ৭৩ হাজার কোটি টাকাই রয়েছে। যা প্রয়োজনের তুলনায় প্রায় ৫০ হাজার কোটি টাকা কম। যা যুবকদের জীবিকার ওপরে একটি অপরাধমূলক আক্রমণ বলে মন্তব্য করেছেন তিনি।

বাজেট কাদের জন্য

এদিন টুইট করে সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রশ্ন করেছেন, এই বাজেট কাদের জন্য। তিনি বলেছেন, দেশের সব থেকে ধনী ১০% দেশের মোট সম্পদের ৭৫%-এর মালিক। নিচের দিকের ৬০% মাত্র ৫% সম্পদের মালিক বলে উল্লেখ করে ইয়েচুরি বলেছেন, মহামারী পরিস্থিতিতে বেকারত্ব, দারিদ্র, ক্ষুধা বেড়ে যাওয়ার সময় যারা অতিরিক্ত মুনাফা করল তাদের থেকে কেন বেশি কর নেওয়া হচ্ছে না, প্রশ্ন করেছেন তিনি।

শিল্পে কর ছাড় কেন্দ্রের

শিল্পে কর ছাড় কেন্দ্রের

সাধারণ করদাতাদের ছাড় না দেওয়া হলেও, এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন কর্পোরেট ট্যাক্স ১৮ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হচ্ছে। স পাশাপাশি কর্পোরেট সারচার্জ ১২ শতাংশ থেকে কমিয়ে করা হচ্ছে ৭ শতাংশ।

Union Budget 2022: রিটার্ন ফাইলে বাড়ল সুযোগ! বাজেটে আয়কর নিয়ে কোন সিদ্ধান্ত নির্মলা সীতারমনেরUnion Budget 2022: রিটার্ন ফাইলে বাড়ল সুযোগ! বাজেটে আয়কর নিয়ে কোন সিদ্ধান্ত নির্মলা সীতারমনের

English summary
Budget for whom, questions, CPIM General Secretary Sitaram Yechury
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X