LIVE
HIGHLIGHTS
SPONSOR Tata
LIVE বাজেট ২০২১-২২: আয়করে গতবছরের স্ল্যাবই অপরিবর্তিত রাখল নির্মলা সীতারমনের অর্থমন্ত্রক

LIVE বাজেট ২০২১-২২: আয়করে গতবছরের স্ল্যাবই অপরিবর্তিত রাখল নির্মলা সীতারমনের অর্থমন্ত্রক

করোনা সঙ্কটের মাঝেই ২০২১-২২ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। গত একবছরে করোনা ভাইরাসের কারণে দেশের অর্থনীতি অনেকটাই অধঃগতিতে চলছে। এই অবস্থায় নতুন বছরের বাজেটে কোনও নতুন দিশা সরকার দেখাতে পারে কিনা তা নিয়ে সকলের আগ্রহ রয়েছে। দেশের জিডিপি নেগেটিভ থেকে কীভাবে পজিটিভে পৌঁছবে তার দিশা এই বাজেটে দেখতে পাওয়া যাবে বলে রাজনৈতিক মহল মনে করছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কোন জনমুখী ঘোষণার মাধ্যমে ভারতের অর্থনীতিকে চাঙ্গা করার টোটকা দেবেন, সেদিকে তাকিয়ে অর্থনৈতিক বিশেষজ্ঞরা। একনজরে বাজেটের সমস্ত আপডেট দেখুন।

7:26 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
বিদেশি বিনিয়োগের জন্য জিরো কুপোন বন্ড যাতে বাজারে আসে, তার ব্যবস্থা করেছে এবারের বাজেট
7:25 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
৭৫ বছরের বেশি বয়সীদের জন্য সুদ করমুক্ত করা হয়েছে
7:25 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
ড্রাই ক্লিনিংয়ের দাম কমল
প্রস্তাবিত বাজেটে ড্রাই ক্লিনিংয়ের দাম কমতে পারে
6:58 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
কমতে পারে সোনা‌-রুপোর দাম
সেস বসায় কমতে পারে সোনা‌-রুপোর দাম
6:57 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
ইনস্যুরেন্স পলিসি সস্তা হয়েছে
প্রস্তাবিত বাজেটে দাম বৃদ্ধি পেতে পারে ইনস্যুরেন্সের
6:55 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
তামার উৎপাদ সস্তা হয়েছে
প্রস্তাবিত বাজেটে দাম কমতে পারে তামার
6:55 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
এই বাজেটে দাম বাড়ল জামাকাপড়ের এই বাজেটে দাম বাড়ল জামাকাপড়ের
প্রস্তাবিত বাজেটে দাম বৃদ্ধি পেতে পারে জামাকাপড়ের
6:51 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
এই বাজেটে দাম বাড়ল জামাকাপড়ের এই বাজেটে দাম বাড়ল জামাকাপড়ের
প্রস্তাবিত বাজেটে দাম বৃদ্ধি পেতে পারে জামাকাপড়
6:39 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
কৃষি ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে
কৃষি ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন অর্থমন্ত্রী
6:38 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
পষুখাদ্যের দাম কমতে পারে
প্রস্তাবিত বাজেটের ফলে কমতে পারে পষুখাদ্যের দাম
6:36 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
সোয়াবিন ও পাম তেলের দাম বৃদ্ধি
আশঙ্কা করা হচ্ছে সেস বসায় দাম পাড়তে পারে এই পণ্যগুলির
6:36 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
আপেলের দাম বাড়তে পারে
প্রস্তাবিত বাজেটের জেরে বাড়তে পারে আপেলের দাম
6:35 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
প্ল্যাটিয়ামের দাম কমল
প্রস্তাবিত বাজেটের ফলে প্ল্যাটিনামের দাম কমতে পারে
6:34 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
আয়করে কোনও বদল নেই
প্রস্তাবিত বাজেটে গত বছরের কর কাঠামোই বহাল রাখা হল
6:31 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
রাজস্ব ঘাটতির টার্গেট রাখা হয়ে ৯.৫ শতাংশে
২০২১-২২ অর্থবর্ষের জন্য রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা স্থির করা হয়ে ৯.৫ শতাংশে
6:29 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
বাড়তে চলেছে তুলোর দাম
প্রস্তাবিত বাজেটের জেরে বাড়তে পারে তুলোর দাম
4:59 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
জুতো/ চামড়ার পণ্য
কমল স্পেশাল লেদারের দাম
২০২১-এর কেন্দ্রীয় বাজেটে স্পেশাল লেদারের দাম কমিয়ে দিল সরকার।
4:58 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
ইলেকট্রনিক্স সামগ্রী
সোনা-রূপোর দাম কমাল সরকার
২০২১-এর কেন্দ্রীয় বাজেটে সোনা-রূপোর দাম কমিয়ে দেওয়া হয়েছে।
4:56 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
ইলেকট্রনিক্স সামগ্রী
কমে গেল ড্রাই ক্লিনিংয়ের দাম
কেন্দ্রীয় বাজেট ২০২১-এ ড্রাই ক্লিনিংয়ের মূল্য কমিয়ে দেওয়া হল।
4:54 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
জীবন / মেয়াদী বীমা
বিমার মূল্য কমাল কেন্দ্র
কেন্দ্রীয় বাজেট ২০২১-এ বিমার মূল্য কমাল সরকার।
4:22 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
স্মার্টফোন
দাম বাড়বে স্মার্টফোনের
আমদানির উপর শুল্ক বৃদ্ধির জেরে দাম বাড়বে মোবাইলের
4:21 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
গম, মিলেট, চাল, ডাল ইত্যাদি
বাড়তে চলেছে ডালের দাম
২০২১ সালের কেন্দ্রীয় বাজেটের ঘোষণার জেরে বাড়তে পারে ডালের দাম।
4:20 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
পেট্রোল / ডিজেল
দাম বাড়তে পারে জ্বালানি তেলের
কেন্দ্রীয় সরকারের আয় বাড়ানোর লক্ষ্যে এবার ডিজেলে লিটার পিছু ৪ টাকা কৃষি সেস বসানো হল। এদিকে পেট্রোলের ক্ষেত্রে লিটারপিছু ২.৫ টাকা কৃষি সেস ধার্য করা হয়েছে। এর জেরে আরও দাম বাড়তে চলেছে জ্বালানি তেলের।
4:18 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
ইলেকট্রনিক্স সামগ্রী
দাম বাড়ছে ইলেকট্রনিক সামগ্রীর উপর
আমদানির ক্ষেত্রে কড় বৃদ্ধির জেরে ইলেকট্রনিক সামগ্রীর দাম বাড়তে পারে।
4:17 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
আমদানি করা জুতা
আমদানি হওয়া চামড়ার জুতোর দাম বাড়তে চলেছে
চামড়া আমদানির ক্ষেত্রে কড় বৃদ্ধির জেরে বাড়তে পারে চামড়ার জুতোর দাম।
4:14 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
মোবাইল ফোন
দাম বাড়তে চলেছে মোবাইল ফোনের
ডিজিটাল ভারতের ডাক দিলেও ঘোষিত বাজেটের জেরে বাড়তে পারে মোবাইলের দাম।
4:12 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
কৃষিপণ্যের দাম কমালো কেন্দ্রীয় সরকার
কেন্দ্রীয় বাজেট ২০২১-এ কৃষিপণ্যের দাম কমানো হল।
4:04 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
কেন্দ্রীয় বাজেটে কমল স্টিলের বাসনপত্রের দাম
কেন্দ্রীয় বাজেট ২০২১-এ স্টিলের বাসনপত্রের দাম কমানো হল।
3:52 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
বাজেটে কমানো হল লোহা ও স্টিলের দাম
২০২১ সালের কেন্দ্রীয় বাজেটে লোহা ও স্টিলের দাম কমিয়ে দেওয়া হয়েছে।
3:50 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
পাখার মতো বৈদ্যুতিক যন্ত্রপাতি
বিদ্যুতের দাম কমাল সরকার
২০২১ সালের বাজেটে বিদ্যুতের দাম কমিয়ে দেওয়া হল।
2:29 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
পালসের দামও বাড়াল সরকার
কেন্দ্রীয় বাজেট ২০২১-এ পালসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।
2:28 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
বাড়ল ইউরিয়া সারের দাম
কেন্দ্রীয় বাজেট ২০২১-এ ইউরিয়া সারের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।
2:25 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
জেমসের দামও বাড়াল কেন্দ্রীয় সরকার
কেন্দ্রীয় বাজেট ২০২১-এ জেমসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।
2:22 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
গম, মিলেট, চাল, ডাল ইত্যাদি
বেড়ে গেল কাবুলি চানার দাম
২০২১ সালের কেন্দ্রীয় বাজেটে কাবুলি চানার দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।
2:19 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
গাড়ির সামগ্রী
কেন্দ্রীয় বাজেটে অটো পার্টসের দাম বৃদ্ধি
২০২১ সালের কেন্দ্রীয় বাজেটে অটো পার্টসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।
2:17 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
জুতো/ চামড়ার পণ্য
কেন্দ্রীয় বাজেটে চর্ম ও জুতোর দাম বৃদ্ধি
২০২১-এর কেন্দ্রীয় বাজেটে চর্ম এবং জুতোর দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।
2:15 PM
Feb 01, 2021
কী সস্তা হল, কী ব্যয়বহুল হল?
ইলেকট্রনিক্স সামগ্রী
দাম বাড়ল মোবাইল, চার্জার সহ অন্যান্য ইলেক্ট্রনিক্স বস্তুর
কেন্দ্রীয় বাজেট ২০২১-এ মোবাইল, চার্জার সহ অন্যান্য ইলেক্ট্রনিক্স বস্তুর দাম বাড়ান হয়েছে।
1:37 PM
Feb 01, 2021
কর
পরোক্ষ কর
পেট্রোল, ডিজেলে বসছে কৃষি সেস
আরও বাড়তে চলেছে জ্বালানি তেলের দাম
1:18 PM
Feb 1, 2021
এবছরে আয়করে কোনও আলাদা উল্লেখ নেই। ফলে গতবছরে যে স্ল্যাব ছিল, সেটাই এবছরও ধার্য থাকছে বলে ধরে নেওয়া যেতে পারে।
1:11 PM
Feb 1, 2021
বাজেট পেশ হতে হতেই সেনসেক্স বাড়ল প্রায় ১৫০০ পয়েন্ট। নিফটি বাড়ল ৪৩০ পয়েন্ট।
12:52 PM
Feb 1, 2021
গাড়ির কিছু অংশের যন্ত্রাংশের কাস্টম ডিউটি ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হচ্ছে।
12:51 PM
Feb 1, 2021
প্রভিডেন্ট ফান্ডে কর্মীদের অংশ জমা দিতে সংস্থার দেরি হলে আপাতত কড়া পদক্ষেপ নয়। বরং সময়ে জমা করতে উৎসাহ দেওয়া হবে।
12:39 PM
Feb 1, 2021
আর্থিক ঘাটতি জিডিপির ৯.৫ শতাংশ বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
12:38 PM
Feb 1, 2021
পেনশনভোগী ৭৫ বছরের বেশি বয়সীদের জন্য কোনও আয়কর জমা করতে হবে না।
12:31 PM
Feb 1, 2021
সারা দেশে ১৫ হাজার স্কুলকে আরও পরিকাঠামোগতভাবে উন্নত করা হবে। ১০০টি সৈনিক স্কুল তৈরি করা হবে।
12:27 PM
Feb 1, 2021
সারা দেশে ১৫ হাজার স্কুলকে আরও পরিকাঠামোগতভাবে উন্নত করা হবে।
12:26 PM
Feb 1, 2021
লাদাখের লেহতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনা করা হবে।
12:24 PM
Feb 1, 2021
আগামী জনসুমারী ডিজিটাল হতে চলেছে। ভারতে এই প্রথম ডিজিটাল সেনসাস হতে চলেছে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
12:10 PM
Feb 1, 2021
কৃষি সংষ্কারের কথা বাজেটে ঘোষণা করলেন নির্মলা সীতারমন। এছাড়াও পরিকাঠামো উন্নয়নের ওপরও জোর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
12:03 PM
Feb 1, 2021
এলআইসি-র আইপিও ২০২২ সাল থেকে শুরু হবে বলে ঘোষণা অর্থমন্ত্রীর।
12:00 PM
Feb 1, 2021
বাজেট পেশ করছেন নির্মলা সীতারমন। তার মাঝেই সেনসেক্স ৯৬০ পয়েন্ট ওপরে উঠে গেল। এদিক সকাল থেকেই ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছিল বাজেটে।
11:48 AM
Feb 1, 2021
উজ্জ্বলা প্রকল্পের সুবিধা আরও ১ কোটি মানুষকে দেওয়া হবে।
11:46 AM
Feb 1, 2021
বীমায় ৪৯ শতাংশের বদলে ৭৪ শতাংশ বিদেশি বিনিয়োগের অনুমতি দেওয়া হয়েছে বাজেটে।
11:44 AM
Feb 1, 2021
রেলের জন্য ১.৭ লক্ষ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে।
11:41 AM
Feb 1, 2021
বড় বন্দরগুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে যাতে কাজ সুষ্ঠু হয়। সরকার গোটা বিষয়টি তদারকি করবে।
11:38 AM
Feb 1, 2021
রেলের জন্য জাতীয় রেল প্ল্যান তৈরি হয়েছে। গোমা থেকে ডানকুনি ও খড়্গপুর থেকে বিজয়ওয়াড়া ফ্রেট করিডোর তৈরি হবে।
11:35 AM
Feb 1, 2021
তার মধ্যে ৩৫ হাজার কোটি টাকা কোভিড টিকাকরণের জন্য বরাদ্দ করা হয়েছে।
11:35 AM
Feb 1, 2021
স্বাস্থ্যখাতে ২ লক্ষ ৮৩ হাজার ৮৪৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
11:32 AM
Feb 1, 2021
পশ্চিমবঙ্গে ৬৭৫ কিলোমিটার সড়ক নির্মাণ। খরচ পড়বে ২৫ হাজার কোটি টাকা।
11:27 AM
Feb 1, 2021
ভারতে প্রতি দশ লক্ষে ১১২ জন মারা গিয়েছেন যা সারা বিশ্বে সবচেয়ে কমের মধ্যে পড়ে।
11:20 AM
Feb 1, 2021
দেশের দরিদ্রতমদের জন্য সরকার চিন্তা করেছে। গরিব কল্যাণ যোজনা থেকে শুরু করে আত্মনির্ভর একাধিক প্যাকেজ এক একটা মিনি বাজেটের সমকক্ষ ছিল।
11:17 AM
Feb 1, 2021
প্রধানমন্ত্রী আত্মনির্ভর সুস্থ ভারতের প্রস্তাবনা, খরচ পড়বে ৬৪ হাজার ১৮০ কোটি টাকা।
11:13 AM
Feb 1, 2021
স্বাধীনতার ৭৫ তম বর্ষে ভারত আত্মনির্ভরতার পথেই এগোবে, স্বয়ংসম্পূর্ণ হবে, বাজেটের মাধ্যমে কেন্দ্র সেই পথেই এগোচ্ছে বলে দাবি নির্মলার।
11:10 AM
Feb 1, 2021
মহাকুম্ভ, চন্দ্রাভিযান এবং আদমসুমারীর বছর হতে চলেছে, উল্লেখ নির্মলা সীতারমনের।
11:09 AM
Feb 1, 2021
এই বাজেট অর্থনীতিকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে এবং রক্ষা করবে তার দিশা দেখাবে। দাবি নির্মলা সীতারমনের।
11:08 AM
Feb 1, 2021
বাজেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্রিকেটে ঐতিহাসিক জয়ের কথা উল্লেখ নির্মলা সীতারমনের।
11:07 AM
Feb 1, 2021
বাজেটে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা উল্লেখ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের।
11:07 AM
Feb 1, 2021
দেশ দুটো করোনা টিকা তৈরি করে ফেলেছে। তা দিয়ে শুধু সারা দেশ নয়, একশোর বেশি দেশকে করোনা টিকা দিয়ে সাহায্য করা হচ্ছে। আমাদের করোনার বিরুদ্ধে লড়াই ২০২১ সালেও জারি থাকবে। আরও দুটো টিকা আসতে চলেছে।