For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২০ বাজেট: সরকারী পদে নিয়োগ পরীক্ষার নিয়ম নিয়ে বড় ঘোষণা নির্মলা সীতারমনের

  • |
Google Oneindia Bengali News

গত ৪৫ বছরে দেশে বেকারত্বের হার সবচেয়ে বেশি এই মুহূর্তে। এদিকে, প্রতি বছরই সরকারী পদে নিযুক্তির পরীক্ষার্থীর সংখ্যা ক্রমেই বাড়ছে। আর সরকারী পদে পরীক্ষার ক্ষেত্রেও থাকে বেশ কয়েকটি ধাপ। এবার ২০২০ সালের বাজেট পেশ করে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, যে আগামী দিনে সরকারী পরীক্ষার ক্ষেত্রে নিয়োগ পরীক্ষা অনেকটাই সহজ হতে চলেছে।

 একটি মাত্র পরীক্ষা নন গেজেটেট পদের জন্য!

একটি মাত্র পরীক্ষা নন গেজেটেট পদের জন্য!


নির্মলা সীতারমন এদিন সংসদে বাজেট পেশ করার সময় একাধিক বিষয়ের প্রসঙ্গ তোলেন। আর সেই সূত্রেই তিনি এদিন বলেন, এবার ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি গড়তে চলেছে সরকার। কেন্দ্রীয় সরকার আরও জানিয়েছেন, সরকারের নন গেজেটেড পদে নিয়োগের ক্ষেত্রে একটি মাত্র পরীক্ষা এখন হবে। আর এই প্র্রক্রিয়া খুব শিগরিরিই শুরু হবে।

 যুব সমাজের হিতে পরীক্ষা!

যুব সমাজের হিতে পরীক্ষা!

যুব সমাজের যাতে বেশি আর্থিক খরচ না হয় , তার জন্য এমন একটি মাত্র নিয়োগ পরীক্ষার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এর আগে ,বহু
যুবক যুবতী যাঁরা সরকারী পরীক্ষার জন্য আবেদন করতেন তাঁদের সরকারী নন-গেজেটেড পদে নিয়োজি হতে একাধিক পরীক্ষা দিতে হত। পাশপাশি খরচ হত অনেক টাকা। আর সেই কথা মাথায় রেখেই এদিন নির্মলা সীতারমন এমন পদক্ষেপের কথা জানিয়েছেন সীতারমন।

স্কলারশিপ নিয়ে বড় ঘোষণা

স্কলারশিপ নিয়ে বড় ঘোষণা

এদিন নির্মলা সীতারমনের বাজেটে বিদেশী ছাত্রদের স্কলারশিপ নিয়েও বড় ঘোষণা করা হয়েছে। সেখানে বলা হয়েছে , এশিয়ার অন্যান্য দেশ তথা আফ্রিকা থেকে যাঁরা ভারতে পড়তে আসতে চাইছেন তাঁদের ইন্ডো-সেট পরীক্ষায় বসতে হবে। এই পরীক্ষা পাশ করলে স্কলারশিপের ঘোষণাও তিনি করেছেন। এছাড়াও ১৫০ টি শিক্ষা প্রতিষ্ঠান ভারতে 'জেনারেল ক্যাটেগোরি'র পড়ুয়াদের প্রশিক্ষণ দেবে বলেও জানানো হয়েছে।

English summary
Union Budget 2020, Soon, take just 1 exam for all non-gazetted govt posts.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X