For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ও 'ফাঁকা ভাষণ' বাজেট ২০২০ ! নির্মলাকে কটাক্ষ রাহুল গান্ধীর

  • |
Google Oneindia Bengali News

বাজেট ২০২০ পেশ হতেই এদিন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে গোটা দেশে। দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় বাজেট পেশ হতেই তা কংগ্রেসের আক্রমণের নিশানায় চলে যায়। এদিন সকাল থেকেই কেজরিওয়াল সহ বিজেপি বিরোধী শিবির বাজেট নিয়ে একের পর এক আক্রমণ শানিয়েছেন বিজেপির দিকে। আর তা পেশ হতেই কংগ্রেস শিবিরের তরফে চেনা মেজাজে তোপ দাগেন রাহুল।

'ফাঁকা' বক্তব্য!

'ফাঁকা' বক্তব্য!

এদিন সংসদে বাজেট অধিবেশন শেষ হতেই রাহুল গান্ধী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কটাক্ষের সুরে বলেন, ' সম্ভবত ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ভাষণ এটাই। তবে তার মধ্যে ফাঁকা আওয়াজ ছাড়া কিছু নেই । '

রাহুলের তোপের মুখে নির্মলা সীতারমন!

এদিনের বাজেট অধিবেশনের পর সংসদ থেকে বেরিয়ে রাহুল গান্ধী বলেন, ' যে ইস্যু সবচেয়ে বেশি গুরুত্বের তা হল বেকারত্ব। যুব সমাজ যাতে বেশি চাকরি পায়, তার জন্য আমি কোনও স্ট্র্যাটেজিকাল আইডিয়া বাজেটে দেখতে পেলাম না।.. এর দ্বারাই সরকারে বোঝা যায়। .. শুধু কথা কিন্তু কোনও কাজের কাজ হচ্ছে না।

রণদীপ সুরজেওয়ালার টুইট

এর আগে, এদিন সকালে কংগ্রেসের তরফে রণদীপ সিং সুরজেওয়ালা এদিন সকালে একটি টুইটে ক্রমাগত তোপের মুখে ফেলেন মোদী সরকারকে। আর সেই মর্মে একটি টুইটও পোস্ট করেন তিনি। সেখানে বিনিয়োগের হারের কমতি থেকে জিডিপি নিয়ে তোপ দাগা হয়েছে।

English summary
Union Budget 2020, Rahul Gandhi's Reaction on Budget 2020 says its Hollow .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X