For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় বাজেট ২০২০ : পরিবেশ রক্ষার্থে কত টাকা বরাদ্দ কেন্দ্রের?

Google Oneindia Bengali News

দিল্লি, চেন্নাই, কলকাতা, মুম্বই সহ দেশের সব বড় শহরই দূষণে জেরবার। দিল্লির দূষণ নিয়ে দেশের সবাই অবগত। দেশের মহানগরী ছাড়াও দূষণের এই প্রভাব পড়েছে ছোট শহরগুলির উপরও। আর এই কারণেই দূষণ রোধে ও পরিবেশ সংরক্ষণের জন্যে বিশেষ বরাদ্দের দাবি তুলেছিলেন পরিবেশবিদরা। আর সেই দাবি মতোই দূষণ নিয়ন্ত্রণে বড় পরিমাণের অর্থ বরাদ্দের ঘোষণা করল কেন্দ্র।

কেন্দ্রীয় বাজেট ২০২০ : পরিবেশ রক্ষার্থে বরাদ্দ কত?

আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করার সময় বলেন, 'পরিবেশ সংষ্কারে এই সরকার এগিয়ে এসেছে। বিশ্বজনীন নানা বৈঠকে ভারত নানা পদক্ষেপের কথা জানিয়েছে। দেশজুড়ে নানা পদক্ষেপ করা হয়েছে। পুরনো থার্মাল প্ল্যান্টে যেখানে কার্বন নিঃসরণ বেশি হয় তা বন্ধ করা হচ্ছে। বড় শহরে যেখানে জনসংখ্যা বেশি সেখানে গাছ যাতে আরও বসানো যায় সেজন্য প্রচেষ্টা করা হচ্ছে। দিল্লির মতো দূষণ কমাতে ৪ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ করার কথা বলেছেন নির্মলা সীতারমন।'

পরিবেশবিদদে অনেকেরই দাবি ছিল যে মহানগরীগুলিতে দূষণের মূল কারণ কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রে থেকে বের হওয়া কালো ধোয়া। ভারতের প্রায় সমস্ত কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রের অপারেটরগুলির ইউনিটগুলি নাইট্রোজেন অক্সাইড এবং সোডিয়াম অক্সাইড নির্গমনের সীমা অতিক্রম করেছে। এই ধোয়া নির্গমন মেনে চলার সীমাটি সব শহরের বিদ্যুৎ কেন্দ্রগুলি ছাড়িয়ে গিয়েছে। ভারতে মোট মৃত্যুর প্রায় ১২.৫ শতাংশ বায়ু দূষণের কারণে হয়।

বিদ্যুৎ মন্ত্রক ২০২১ সালের শেষ নাগাদ মেনে চলার জন্য সময়সীমা আরও দু'বছরের বাড়ানোর প্রস্তাব দিয়েছে। বিদ্যুৎ কেন্দ্রগুলিকে নির্গমনের বিষয়টি মাথায় রেখে সেই খাতে বিনিয়োগের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছিল। সেই লক্ষ্যে সরাসরি কোনও পদক্ষেপের ঘোষণা না করলেও সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রী জানান, কেন্দ্র দূষণ নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নেবে।

English summary
union budget 2020, government allott,ment for environment preservation and pollution control
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X