ব্রিটিশদের 'ব্রিফকেস' সংষ্কৃতি সরিয়ে হাতে 'লাল ব্যাগ' তুলে নিলেন অর্থমন্ত্রী নির্মলা
বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দেশের প্রথম পূর্ণ সময়ের অর্থমন্ত্রী হিসাবে নির্মলা বাজেট পেশ করবেন। সকাল সকাল সংসদে পৌঁছে গিয়েছেন তিনি। দেখা করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে। এছাড়াও নিজের মন্ত্রকের আধিকারিক ও প্রতিমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন নির্মলা। এবার পেশ করবেন বাজেট।
|
তবে এদিন নির্মলাকে বাজেটের আগে সংসদের বাইরে ফোটোসেশনে লাল ব্রিফকেস নয়, লাল রঙের ব্যাগ হাতে দেখা গিয়েছে। বলা যেতে পারে, বহুদিনের ব্রিফকেস প্রথা ভেঙে দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে মুখ্য অর্থনৈতিক পরামর্শদাতা কেভি সুব্রহ্মণ্যম বলেছেন, নির্মলা সীতারমন লাল রঙের লেজার ব্যবহার করছেন।
|
কারণ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিশ্বাস করেন, বড় অনুষ্ঠানে চামড়ার জিনিস ব্যবহার শুভ হয় না। তাই তিনি পাশ্চাত্য সংষ্কৃতি নয়, ভারতীয় সংষ্কৃতি মেনে লাল ব্যাগ নিয়েছেন।
|
ইতিমধ্যে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সমস্ত জরুরি নথি নির্মলা ওই ব্যাগেই রেখেছেন। সেই ব্যাগ খুলে বাজেট পেশ করলেই বোঝা যাবে, তাঁর ঝুলিতে দেশের সাধারণ নিম্নমিত্ত ও মধ্যবিত্তদের জন্য কোন সুখবর অপেক্ষা করছে।
[আরও পড়ুন:বাজেট ২০১৯: নির্মলা সীতারমনের কাছে কোন চমকের আশা করা যেতে পারে! ]