For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অন্তর্বর্তী বাজেট ২০১৪: এক নজরে

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

চিদম্বরম
নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি: সোমবার লোকসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী পি চিদম্বরম। সার্বিকভাবে এই বাজেট সাদামাটা। চমক নেই। ভোটের কথা ভেবেই সাহসী পদক্ষেপ নেননি তিনি।

এক নজরে বাজেট:

১. প্রত্যক্ষ করে বদল নেই। অপ্রত্যক্ষ কর কাঠামোয় কিছু বদল
২. ছোটো গাড়িতে উৎপাদন শুল্ক কমিয়ে ৮ শতাংশ
৩. এসইউভি গাড়ির ক্ষেত্রে উৎপাদন শুল্ক কমে ২৪ শতাংশ
৪. মূলধনী পণ্যে উৎপাদন শুল্ক কমে হল ১০ শতাংশ
৫. চলতি অর্থবর্ষে কোষাগার ঘাটতি ৪.৬ শতাংশ, আগামী অর্থবর্ষে তা ৪.১ শতাংশ করার চেষ্টা
৬. কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি ৪৫০০ কোটি ডলার
৭. চলতি অর্থবর্ষের তৃতীয় ও চতুর্থ ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ৫.২ শতাংশ হওয়ার আশা

বাজেটের অন্যান্য দিক

৮. আমাদের উৎপাদন, বিশেষত রফতানির উদ্দেশ্যে উৎপাদনে জোর দিতে হবে। বলেছেন চিদম্বরম
৯. ব্লাড ব্যাঙ্ক পরিষেবা করের আওতা থেকে বাদ যাচ্ছে
১০. সেনাবাহিনীতে চালু হল 'এক পদ এক পেনশন' নীতি। এ জন্য চলতি অর্থবর্ষেই বরাদ্দ ৫০০ কোটি টাকা
১১. শহরাঞ্চলে আবাসন নির্মাণে বরাদ্দ ৬ হাজার কোটি টাকা। গ্রামাঞ্চলে ২ হাজার কোটি টাকা
১২. সংখ্যালঘুদের উন্নয়নে বরাদ্দ হল ৩৭১১ কোটি টাকা
১৩. সামাজিক ন্যায়বিচার মন্ত্রককে দেওয়া হল ৬৭৩০ কোটি টাকা। পঞ্চায়েতিরাজ মন্ত্রককে দেওয়া হল ৭ হাজার কোটি টাকা
১৪. ২০১৭ সালের আগেই কোষাগার ঘাটতি কমিয়ে আনা হবে ৩ শতাংশে
১৫. বিদেশি মুদ্রার সঞ্চয় বেড়ে হয়েছে ১৫০০ কোটি ডলার
১৬. ২০১৩-১৪ সালে খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে ২৬.৩০ কোটি টন
১৭.২৯৬টি নতুন প্রকল্পে ৬৬০,০০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাবে সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা
১৮. তিনটি শিল্প করিডর, যথা- চেন্নাই-বেঙ্গালুরু, বেঙ্গালুরু-মুম্বই, অমৃতসর-কলকাতা খুব শীঘ্র চালু হওয়ার আশা
১৯. আগামী দশ বছরে বিদ্যুৎ উৎপাদন বেড়ে ২৩৪,৬০০ মেগাওয়াট হবে বলে আশা
২০. ১০ বছর আগে শিক্ষাক্ষেত্রে ব্যয় ছিল ১০,১৪৫ কোটি টাকা। এখন তা বেড়ে হয়েছে ৭৯, ২৫১ কোটি টাকা
২১. এনডিএ আমলে অর্থাৎ ১৯৯৯-২০০৪ সময়সীমায় বৃদ্ধির হার ছিল ৫.৯ শতাংশ। সেখানে গত ১০ বছরে ইউপিএ-র শাসনে বৃদ্ধির হার ৬.২ শতাংশ
২২. প্রথম ইউপিএ সরকারের আমলে বৃদ্ধির হার ছিল ৮.৪ শতাংশ। দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে তা হয়েছে ৬.৬ শতাংশ
২৩. ২০১৩-১৪ অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মূলধনী ব্যয় বেড়ে দাঁড়াবে ২৫৭,৬৪৫ কোটি টাকা
২৪. কলাপক্কমে খুব শীঘ্র তৈরি হবে ৫০০ মেগাওয়াটের একটি পরমাণু চুল্লি। এছাড়া সাতটি নতুন পরমাণু চুল্লি নির্মাণের কাজ চলছে
২৫. গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে ন্যাশনাল সোলার মিশন চালুর প্রস্তাব
২৬. উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নে ১২০০ কোটি টাকা বরাদ্দ
২৭. নির্ভয়া অর্থাৎ ধর্ষিতাদের সহায়তা তহবিলে ১০০০ কোটি টাকা বরাদ্দ
২৮. ২.১ কোটি এলপিজি গ্রাহকদের ৩৩৭০ কোটি টাকা দেওয়া হবে
২৯. এখনও পর্যন্ত ৫৭ কোটি মানুষকে আধার কার্ড
৩০. যোজনা খাতে বরাদ্দ হল ৫৫৫,৩২২ কোটি টাকা
৩১. রেলের উন্নয়নে ২৬ হাজার কোটি টাকার বরাদ্দ বাড়িয়ে করা হল ২৯ হাজার কোটি টাকা
৩২. খাদ্য, সার ও জ্বালানি ২৪৬,৩৯৭ কোটি টাকা বরাদ্দ
৩৩. জাতীয় খাদ্য সুরক্ষা আইন বাস্তবায়নের লক্ষ্যে বরাদ্দ বেড়ে হল ১১৫,০০০ কোটি টাকা
৩৪. ১০ শতাংশ বেড়ে প্রতিরক্ষা খাতে ব্যয়বরাদ্দ ২.২৪ লক্ষ কোটি টাকা
৩৫. সারা দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির আরও ৮ হাজার শাখা খোলার প্রস্তাব

English summary
Union Budget of 2014: Highlights of Chidambaram's Vote-on-Account
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X