For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাপের মুখে মাথা নত কেন্দ্রের, আন্দোলনরত কৃষকদের দাবি মেনে নিল মোদী সরকার!

Google Oneindia Bengali News

শেষ পর্যন্ত কৃষকদের প্রত্যয়ের কাছে কিছুটা হলেও মাথা নত করতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে কৃষি আইনে ন্যূনতম সহায়ক মূল্য সংক্রান্ত একটি সংশোধনী আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে এই সংক্রান্ত আলোচনা করার পরই লিখিত প্রস্তাব পাঠানো হবে কৃষক সংগঠনদের।

কী কী থাকবে প্রস্তাবিত সংশোধনীতে?

কী কী থাকবে প্রস্তাবিত সংশোধনীতে?

সূত্রের খবর, প্রস্তাবিত সংশোধনীতে কেন্দ্রের তরফে বলা হবে, ন্যূনতম সহায়ক মূল্যের ব্যবস্থা কোনওদিনই বন্ধ হবে না। অত্যাবশ্যক পণ্য আইনে বিশাল বদল আসতে চলেছে। কৃষকদের সঙ্গে চুক্তি করতে হলে প্রাইভেট কোম্পানিদের রেজিস্টার করতে হবে সরকারের সঙ্গে। এছাড়া প্রাইভেট কোম্পানিদের উপর ট্যাক্স লাগু করা হবে।

ম্যারাথন বৈঠকেও মেলেনি রফা সূত্র

ম্যারাথন বৈঠকেও মেলেনি রফা সূত্র

এর আগে বুধবার প্রায় ঘণ্টা তিনেকের ম্যারাথন বৈঠকেও মেলেনি রফা সূত্র। উল্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠককে অসম্পূর্ণ বলেই দাবি করে কৃষক সংগঠনগুলি। বৈঠক শেষে সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক তথা সিপিআইএমের পলিটব্যুরো সদস্য হান্নান মোল্লা জানান, কেন্দ্র লিখিত আকারে তাদের মন্তব্য জানাবে।

কেন্দ্রের মতামতের দিকেই তাকিয়ে আন্দোলনকারী কৃষকরা

কেন্দ্রের মতামতের দিকেই তাকিয়ে আন্দোলনকারী কৃষকরা

বর্তমানে যা পরিস্থিতি, তাতে কেন্দ্রের মতামতের দিকেই তাকিয়ে আন্দোলনকারী কৃষকরা। আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, ন্যূনতম সহায়ক মূল্য এবং মণ্ডি ব্যবস্থা নিয়ে আইনি আশ্বাস দিতে হবে। এই বিষয়ে কোনও আশ্বাস মেলার পর প্রতিটি কৃষক সংগঠন আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

বন্ধ হবে আন্দোলন?

বন্ধ হবে আন্দোলন?

পাশাপাশি, এদিনের কেন্দ্রের সঙ্গে ফের একবার বৈঠক হতে পারে, যদিও সে সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন কৃষক নেতা। তবে যদি কেন্দ্রের তরফে প্রস্তাবিত সংশোধনীতে কৃষকদের মন গলে, তাহলে পরিস্থিতি বদলাতে পারে। সেই ক্ষেত্রে কৃষকদের আন্দোলন বন্ধ হওয়ার পক্ষে এটা বড় পদক্ষেপ হতে পারে।

<strong>'ফেক' হতে পারে কৈলাশের টুইট! উত্তরকন্যা অভিযানের ভিডিও নিয়ে সন্দেহ প্রকাশ</strong>'ফেক' হতে পারে কৈলাশের টুইট! উত্তরকন্যা অভিযানের ভিডিও নিয়ে সন্দেহ প্রকাশ

English summary
Union Agriculture Minister Narendra Singh Tomar prepared a proposal to bring amendments in farm laws
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X