For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেএনইউ-এর ছাত্রনেতা উমর খালিদকে লক্ষ্য করে গুলি! তিনি অবশ্য নিরাপদেই আছেন

নয়াদিল্লিতে কনস্টিটিউশন ক্লাবের বাইরে জেএনইউ ছাত্রনেতা উমর খালিদকে লক্ষ্য করে গুলি চালাল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। খালিদ অবশ্য অক্ষতই আছেন।

Google Oneindia Bengali News

গুলি চলল জেএনইউ-এর ছাত্রনেতা উমর খালিদের উপর। সোমবার সকালে নয়াদিল্লির রফিমার্গে কনস্টিটিউশন ক্লাবের সামনে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে নিশানা করে গুলি চালায়। তবে গুলিটি লক্ষ্যভ্রস্ট হয়, অক্ষত আছেন উমর।

জেএনইউ-এর ছাত্রনেতা উমর খালিদকে লক্ষ্য করে গুলি!

এদিন 'খৌফ সে আজাদি' শার্ষক এক অনুষ্ঠানে যোগ দিতে কনস্টিটিউশন ক্লাবে এসেছিলেন তিনি। 'ইউনাইটেড এগেইনস্ট হেট' নামে এক সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। উমরের সঙ্গে তাঁর কয়েকজন অনুগামীও এসেছিলেন ওই অনুষ্ঠানে। তাদের নিয়ে ক্লাবের বাইরে চা খেতে বেরিয়েছিলেন উমর। সেই সময়ই ওই হামলা হয়।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, 'আমরা যখন চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, সেই সময় সাদা জামা পরা এক ব্যক্তি এগিয়ে আসে। সে উমরকে একটি ধাক্কা মারে। আর তারপরই তাকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু তার ধাক্কায় টাল সামলাতে না পেরে উমর মাটিতে পড়ে গিয়েছিল বলে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। আমরা আততায়ীকে ধরার চেষ্টা করেছিলাম। তার হাত থেকে পিস্তলটি পিছলে পড়ে যায় এবং সে পালিয়ে যায়।'

দিল্লি পুলিশের ডিসিপি মধুর ভার্মাও ঘটনার কথা স্বীকার করেছেন। তিনি উমর খালিদের সঙ্গে কথাও বলেছেন। তাঁর দাবি উমর তাঁকে জানিয়েছেন ওই দুষ্কৃতী শূন্যে গুলি চালিয়েছিল। দিল্লি পুলিশের জয়েন্ট কমিশনার জানিয়েছেন পিছন থেকে হামলা করা হয় উমর ও তাঁর সঙ্গীদের উপর।

এই ঘটনার পর উমর জানিয়েছেন, 'সারা দেশেই একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। যিনিই সরকারের বিরুদ্ধে মুখ খুলবেন, তাঁরই জীবনের ঝুঁকি তৈরি হবে।'

English summary
An unidentified man opened fire at JNU student Umar Khalid outside Constitution Club of India. He is safe.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X