For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বিজয় মালিয়াকে চোর বলা ঠিক নয়', বিজেপি মন্ত্রী নীতিন গড়করি দিলেন নয়া ব্যাখ্যা

কেন্দ্রের বিজেপি সরকারের কাছে এই মুহূর্তে অন্যতম বড় ইস্যু বিজয় মালিয়া। যে ফেরার শিল্পপতির বিরুদ্ধে প্রায় ৯০০০ কোটি টাকা জালিয়াতির অভিযোগ রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রের বিজেপি সরকারের কাছে এই মুহূর্তে অন্যতম বড় ইস্যু বিজয় মালিয়া। যে ফেরার শিল্পপতির বিরুদ্ধে প্রায় ৯০০০ কোটি টাকা জালিয়াতির অভিযোগ রয়েছে। এদিকে বিজয় মালিয়াকে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির সাম্প্রতিক বক্তব্যে ফের একবার নতুন বিতর্কের মুখে পড়েছে বিজেপি।

বিজয় মালিয়াকে চোর বলা ঠিক নয়, বিজেপি মন্ত্রী নীতিন গড়রকরি দিলেন নয়া ব্যাখ্যা

এক সভায় নীতিন গড়করি জানিয়েছেন, '৪০ বছর ধরে মালিয়া নিয়মিত পেমেন্ট করছিলেন ঋণের টাকা। কিন্তু অসামরিক বিমান পরিবহন বিভাগে ব্যবসা চালু করতেই তিনি সমস্যার মুখোমুখি হয়ে শুরু করেন। আর হঠাৎ কিনা তিনি হয়ে গেলেন চোর? ৫০ বছর ধরে যিনি ঋণ শোধ করে এসেছেন তিনি যদি একবার ভুল করেন তাবলে হঠাৎ করে তিনি জালিয়াত হয়ে যাবেন?এই ভাবনা ছিক নয়। '

উল্লেখ্য়, এর আগে বহুবার নীতিন গড়করির সঙ্গে বিজয় মালিয়ার ব্যবসায়িক যোগাযোগের প্রসঙ্গ ওঠে। যদিও সেই সমস্ত দাবি নস্যাৎ করেন এই বিজেপি নেতা। এদিকে, এদিনের অনুষ্ঠানে নীতিন গড়করি আরও বলেন, ' যদি নীরব মোদী আর বিজয় মালিয়া আর্থিক জালিয়াতি করে থাকেন , তাহলে তাঁদের জেলে পাঠান। তবে আমরা যদি তাঁদের জালিয়াত বলে চিহ্নিত করেত থাকে, তাবলে তা ভারতীয় অর্থনীতির পক্ষে ছিক হবে না। '

English summary
Unfair To Call Vijay Mallya Thief For One Loan Default, Nitin Gadkari.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X