For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে পুরুষদের তুলনায় মহিলারা বেশি কর্মহীন, বলছে রিপোর্ট

দোসর সেই লিঙ্গ বৈষম্য। কর্মক্ষেত্রে সমযোগ্যতা থাকা সত্ত্বেও পুরুষদের তুলনায় প্রায় দ্বিগুণ সংখ্যক মহিলা কাজ হারাচ্ছেন। এমনই দাবি করছে রিপোর্ট।

Google Oneindia Bengali News

দোসর সেই লিঙ্গ বৈষম্য। কর্মক্ষেত্রে সমযোগ্যতা থাকা সত্ত্বেও পুরুষদের তুলনায় প্রায় দ্বিগুণ সংখ্যক মহিলা কাজ হারাচ্ছেন বা কর্মহীন রয়েছেন বলে দাবি করা হয়েছে রিপোর্টে। তাতে উল্লেখ করা হচ্ছে একই পদে কাজের যোগ্যতা হিসেবে সমান হলেও আদতে কাজ হারাতে হচ্ছে মহিলাদের। কারণ বেশ কিছু প্রতিবন্ধকতা

কর্মক্ষেত্রে বৈষম্যের মাশুল গুণছেন মহিলারা

কর্মক্ষেত্রে বৈষম্যের মাশুল গুণছেন মহিলারা

শিক্ষাগত যোগ্যতা থেকে কর্ম দক্ষতা এক হওয়া সত্ত্বেও দেশে মহিলা কর্মীরা বেশি কাজ হারাচ্ছেন। তার অন্যতম কারণ কিন্তু সেই লিঙ্গ বৈষম্যতা। হাভার্ড বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী রাশেল লেভেনসন এবং লায়লা ওকানের সমীক্ষায় উঠে এসেছে এই অপ্রিয় সত্যিটাই। যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ হারাতে হচ্ছে মহিলাদের। কখনও কর্মক্ষেত্রে অপ্রীতিকর পরিস্থিতি তো কখনও পারিবারিক কারণ। দুইয়ের কোপেই মাশুল গুণছেন মহিলা কর্মীরা। যেখানে মাত্র ৪ শতাংশ পুরুষ কর্মী কাজ হারাচ্ছেন। সেখানে প্রায় ৮.৭ শতাংশ কর্মীকে কাজ হারাতে হচ্ছে।

সমীক্ষকদের দাবি

সমীক্ষকদের দাবি

সমীক্ষকরা দাবি করেছেন ভারতে সংবিধানে কর্মক্ষেত্রে লিঙ্ক বৈষম্য অপরাধ হলেও বাস্তবে কিন্তু তা অবাধে ঘটে চলেছে। যেকোনও সংস্থাতেই মহিলাকর্মী নিয়োগের সময় এই বৈষম্যমূলক আচরণ করা হয়ে থাকে। শুধু ভারতে নয় গোটা বিশ্বেই ঘটে চলেছে এই ঘটনা। গোটা দেশের ক্রেতা কিন্তু বেশিরভাগ মহিলাই। সেকারণে সেলসের ক্ষেত্রে মহিলাদের গ্রহণযোগ্যতা অনেক বেশি হওয়া উচিত। কিন্তু একাধিক বড় সংস্থা সেটা মনে করে না। যদি এটা সম্ভব হত তাহলে ভারতে জিডিপি রেট ২৭ শতাংশ বৃদ্ধি পেত বলে দাবি করেছেন সমীক্ষকরা।

নিয়োগের ক্ষেত্রে বৈষম্য

নিয়োগের ক্ষেত্রে বৈষম্য

অনেক ক্ষেত্রেই একাধিক বড় সংস্থা মহিলাকর্মীদের নিয়োগের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করে থাকে। একই শিক্ষাগত যোগ্যতার মাপকাঠিতে বিচার করা হলেও মহিলাদের ক্ষেত্রে একটু ভিন্ন নিয়মই রেখে থাকেন তাঁরা। এমনকী বেতনের ক্ষেত্রেও একই পদে একই যোগ্যতা থাকা সত্ত্বেও মহিলাকর্মীদের বেতন পুরুষকর্মীদের েক্ষত্রে অনেকটাই কম হয়।

অথচ মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই মহিলাদের দেশের উন্নয়নে বেশি করে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। মহিলা এবং যুবদের উন্নয়ন হলেই দেশ অনেকটাই এগিয়ে যাবে বলে দাবি করেছিলেন তিনি। বাস্তবে যে তার কোনওটাই কার্যকর হয় না সেটা স্পষ্ট হয়ে গিেয়ছে সমীক্ষায়।

<strong>[আরও পড়ুন:ছেলেধরা সন্দেহে অন্তঃসত্ত্বা মহিলাকে গণপিটুনি, হইচই দিল্লিতে]</strong>[আরও পড়ুন:ছেলেধরা সন্দেহে অন্তঃসত্ত্বা মহিলাকে গণপিটুনি, হইচই দিল্লিতে]

[আরও পড়ুন:কাশ্মীর শান্ত হয়, বাংলা নয়! মমতার সরকারকে খোঁচা দু-নৌকায় পা রাখা সব্যসাচীর][আরও পড়ুন:কাশ্মীর শান্ত হয়, বাংলা নয়! মমতার সরকারকে খোঁচা দু-নৌকায় পা রাখা সব্যসাচীর]

English summary
Unemployment rate among women in India is more than double of men
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X