For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখের হিমশীতল তাপমাত্রাতেও সীমান্তে অতন্দ্র প্রহরা, চিনের বিরুদ্ধে অটল ভারতীয় সেনা

Google Oneindia Bengali News

লাদাখে মোতায়েন ভারতীয় সেনার এখন দুটি সত্রু। একদিকে যখন সমীন্ত পারে চিনা সেনা চোখ রাঙাচ্ছে। অপরদিকে ক্রমে বেড়ে চলা শীত জওয়ানদের কাবু করছে। তবে এর মাঝেও অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে জওয়ানরা। ভারত-চিন, দুই পক্ষের তরফে প্যাংগয়ে সেনা প্রত্যাহারের বিষয়ে ইতিবাচক আলোচনা হলেও চিনের উপর ভরসা নেই। তাই সীমান্তে কড়া নজরদারি বজায় রেখেছে সেনা।

লাদাখে কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে সেনা

লাদাখে কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে সেনা

বিগত বেশ কয়েক মাস ধরে চলা অশান্ত পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয় সেনা এখনও লাদাখে কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে। চিনের পিএলএ যাতে কোনও সুযোগ নিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে না পড়তে পারে তার জন্যে দিনরাত কড়া টহল দিয়ে চলেছে ভারতীয় সেনা। এদিকে লাদাখের উত্তরে অবস্থিত দৌলত বেগ ওলডিতে বরফ পড়তে শুরু করেছে। যার জেরে সেনাকে সেখানে শীতকালীন তাবুতে থাকতে হচ্ছে।

সব থেকে বড় প্রতিকূলতা শীত

সব থেকে বড় প্রতিকূলতা শীত

চিনের ফৌজ ছাড়াও লাদাখ সীমান্তের সব থেকে বড় প্রতিকূলতা হল সেখানকার প্রাকৃতিক পরিবেশ। পাহাড়ি খাঁজের বিপদসঙ্কুল পরিবেশে শত্রুসেনার মোকাবিলা করার জন্য দিনরাত জাগছেন ভারতীয় জওয়ানরা। সেই সঙ্গেই হাড়হিম ঠাণ্ডায় পাহাড়ি এলাকা হয়ে উঠেছে আরও দুর্গম। লাদাখে শীত পড়লেই তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের প্রায় ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড নিচে।

সীমান্তে মোতায়েন রয়েছেন প্রায় ৯০ হাজার জওয়ান

সীমান্তে মোতায়েন রয়েছেন প্রায় ৯০ হাজার জওয়ান

এই মুহূর্তে লাদাখ সীমান্তে মোতায়েন রয়েছেন প্রায় ৯০ হাজার জওয়ান। তবে তিন দফায় প্যাংগং থেকে ভারত এবং চিন তাদের সেনা প্রত্যাহারের বিষয়ে সহমত হয়েছে। তবে এরই মাঝে শীতকালে সেনার সুবিধার্থে ৬০ হাজার শীতের পোশাক পাঠিয়ে দিয়েছে আমেরিকা।

অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার মোতায়েন লাদাখে

অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার মোতায়েন লাদাখে

সেনা সূত্রে খবর, লেহ থেকে হেলিকপ্টারে চাপিয়ে লাদাখ সীমান্তে মোতায়েন বাহিনীর কাছে খাবার, ফলের রসের প্যাকেট, গরম পোশাক, জুতো, তাঁবু, জ্বালানি ইত্যাদি পৌঁছে দেওয়া হচ্ছে। অতিরিক্ত বাহিনীর জন্য শীতের রসদ নিয়ে যাওয়া, পাশাপাশি পাহাড়ি এলাকায় দিনে ও রাতে নজরদারি চালানোর জন্য দুটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার লাদাখে পাঠিয়েছে ভারতীয় বায়ুসেনা।

বিহার থেকে শিক্ষা নিলেন মমতা, ২৭ শতাংশ ভোটকে পাখির চোখ করে ২ লক্ষ বাইক দেওয়ার ঘোষণা

English summary
Undeterred by the inclement weather, the Indian troops are packed up in snow tents in Ladakh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X