For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড় সাফল্য মোদী সরকারের! আফ্রিকা থেকে দেশে প্রত্যর্পণ ১৮০টি মামলায় অভিযুক্ত গ্যাংস্টারের

Google Oneindia Bengali News

মুম্বইয়ের কুখ্যাত গ্যাঙস্টার রবি পুজারীকে সেনেগাল থেকে গ্রেফতার করে দেশে আনল নরেন্দ্র মোদী সরকার। গত ১৫ বছর ধরে রবি পুজারীর খোঁজে ছিল ভারতের পুলিশ। খুন, অপহরণ সহ বহু মামলা রয়েছে তার বিরুদ্ধে। দেশের বিভিন্ন প্রান্তে এসব মামলা দায়ের রয়েছে। বর্তমানে এক উচ্চপদস্থ আইপিএস অফিসারের নেতৃত্বধীন দল তাকে বেঙ্গালুরুতে নিয়ে এসেছে জিজ্ঞাসাবাদের জন্য।

১৮০টিরও বেশি মামলায় অভিযুক্ত রবি

১৮০টিরও বেশি মামলায় অভিযুক্ত রবি

জানা গিয়েছে কর্নাটকেই পুজারীর নামে অন্তত ৯০টি মামলা রয়েছে। এছাড়া খুন ও অপহরণ মিলিয়ে ২৫টির মতো মামলা রয়েছে মহারাষ্ট্রেও। গুজরাটে রবির বিরুদ্ধে অপহরণের মামলা রয়েছে অন্তত ৭০টি। এক সময় মুম্বইয়ের গ্যাঙস্টার ছোটা রাজনের থেকে সে এই কুকর্মগুলি করার শিক্ষা পেয়েছিল।

গত ১৫ বছর ধরে পলাতক ছিল রবি

গত ১৫ বছর ধরে পলাতক ছিল রবি

গত বেশ কয়েক বছর ধরে সেনেগালে গা ঢাকা দিয়ে ছিল রবি। ভারতে ফিরিয়ে আনার বিষয়ে একটি মামলা চলছিল সেদেশের সুপ্রিমকোর্টে। সেখানে ভারতে প্রতর্পণের বিরুদ্ধে আবেদন করেছিল রবি। তবে রবিবার সেই মামলায় রবির বিরুদ্ধে রায় দেয় সেই দেশের শীর্ষ আদালত। আর তারপরই তাকে উড়িয়ে নিয়ে আসা হয় ভারতে।

সোমবার আদালতে পেশ করা হবে রবিকে

সোমবার আদালতে পেশ করা হবে রবিকে

সোমবার রবিকে দায়রা জজের সামনে উপস্থিত করা হবে। এই বিষয়ে পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অমর কুমার পান্ডে বলেন, 'সে শারীরিক ভাবে সুস্থ রয়েছে। সোমবার থেকে তার জিজ্ঞাসাবাদ শুরু করব আমরা। তার আগে তাকে দায়রা আদালতে পেশ করতে হবে। আপাতত সে আমাদের তদন্তে সাহায্য করছে। আমাদের সব প্রশ্নের জবাবই দিচ্ছে সে।'

উমর খালিদ, শৈলা রশিদ ও মেওয়ানিকে হুমকি দেয় রবি

উমর খালিদ, শৈলা রশিদ ও মেওয়ানিকে হুমকি দেয় রবি

গত বেশ কয়েক বছর ধরে বিদেশে থাকলেও ২০১৮ সালে রবি পুজারী নাকি সমাজকর্মী উমর খালিদ, শৈলা রশিদ ও দলিত নেতা তথা গুজরাতের বিধায়ক জিগনেশ মেওয়ানিকে মৃত্যুর হুমকি দেয়।

English summary
Underworld Gangster Ravi Pujari Extradited From Senegal, Brought To India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X