For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগীর রাজ্যে হাইওয়েতে ভেঙে পড়ল নির্মীয়মান ফ্লাইওভার, কাঠগড়ায় কেন্দ্র

গত দুই সপ্তাহ ধরে তুমুল বৃষ্টির জেরে উত্তরপ্রদেশের বাস্তি এলাকায় ভেঙে পড়ল নির্মীয়মান ফ্লাইওভার। এদিন সকালে ঘটনাটি ঘটলে একজন শ্রমিক আহত হয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

গত দুই সপ্তাহ ধরে তুমুল বৃষ্টির জেরে উত্তরপ্রদেশের বাস্তি এলাকায় ভেঙে পড়ল নির্মীয়মান ফ্লাইওভার। এদিন সকালে ঘটনাটি ঘটলে একজন শ্রমিক আহত হয়েছেন। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর হতাহতের ঘটনা ঘটেনি।

যোগীর রাজ্যে হাইওয়েতে ভেঙে পড়ল নির্মীয়মান ফ্লাইওভার

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফ্লাইওভারকে সাপোর্ট দেওয়া লোহার বিম বৃষ্টিতে ভেঙে পড়ে যায়। হাইওয়ের পাশে এই ঘটনা ঘটায় হুলুস্থুল পড়ে গিয়েছে এলাকায়।

ঘটনার পর সরকারের ততপরতায় আবর্জনা সরানোর কাজ চলছে। ২৮ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে রাজধানী লখনৌ থেকে ২০৫ কিলোমিটার দূরে। কেন্দ্রের সড়ক ও হাইওয়ে মন্ত্রকের অধীনস্ত ইঞ্জিনিয়াররা এই ফ্লাইওভার তৈরির কাজ করছিলেন। ফ্লাইওভার তৈরির অন্তত ৬০ শতাংশ কাজ হয়ে গিয়েছিল। তার মধ্যেই এই ঘটনা ঘটে।

বাস্তি জেলা প্রশাসন জাতীয় সড়ক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে আহ্বান জানিয়েছে। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তা দেখতে বলা হয়েছে। এমনটাই জানিয়েছেন জেলাশাসক রাজ শেখর।

গত সপ্তাহে আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়ের একটি সার্ভিস রোড তুমুল বৃষ্টিতে গর্ত হয়ে যায়। সেই গর্তে চারজন মানুষ সমেত একটি গাড়ি ঢুকে যায়। যদিও কেউ মারা যাননি। তার আগ মে মাসে বারাণসীতে নির্মীয়মান একটি ফ্লাইওভারের অংশ ভেঙে পড়ে কয়েকজন মারা যান।

English summary
Under-construction flyover collapses on UP highway, centre was undertaking the project
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X