মায়ের চিকিৎসার খরচ জোগাতে না পেরে চরম পথ বেছে নিন ছেলে
বয়স্ক মায়ের চিকিৎসার খরচ জোগাতে না পেরে শেষ অবধি তাঁকে খুন করল ছেলে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের দহিসার পশ্চিম এলাকায়। ৫২ বছর বয়সী ছেলে খুন করল ৮২ বছরের মাকে।

ছেলের নাম যোগেশ শিনয়। মায়ের নাম ললিতা শিনয়। মায়ের মুখে বালিশ চাপা দিয়ে দমবন্ধ করে তারপরে রান্নাঘরের ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, যোগেশ মানসিকভাবে বিধ্বস্ত ছিল। কয়েকবছর আগে স্ত্রী ছেড়ে চলে গিয়েছিল। মায়ের চিকিৎসার খরচও সে যোগাতে পারছিল না।
যোগেশ একটি বেসরকারি সংস্থার কাজ করত। বিশেষ মাইনে পেত না। কয়েকবছর আগে স্ত্রীর সঙ্গেও বিচ্ছেদ হয়ে যায়। মা অসুস্থ হওয়ায় নিত্য চিকিৎসার প্রয়োজন হতো। সেই টাকা জোগাতে না পেরে মায়ের সঙ্গে সে অশান্তি করত।
শুক্রবারও সেইভাবেই লড়াই হয়। সকাল সকাল প্রতিবেশীরা সাড়া পেয়ে যান। পুলিশ ডাকতে হয়। তবে পুলিশের আসার আগেই মাকে খুন করে ফেলে যোগেশ। পরে পুলিশ যোগেশকে ধরে নিয়ে যায়।