For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিঙ্গা ইস্যুতে ভারতকে কোন বার্তা রাষ্ট্রসংঘের! উস্কে গেল 'অবৈধ অনুপ্রবেশকারী' প্রসঙ্গ

রোহিঙ্গা ইস্যু নিয়ে এবার ভারতকে নয়া বার্তা দিল রাষ্ট্র সংঘ। রাষ্ট্রসংঘের দুটি পৃথক সভার পক্ষ থেকে ৭ জন রোহিঙ্গাকে নিয়ে নয়া প্রস্তাব দেওয়া হয়েছে ভারতকে।

  • |
Google Oneindia Bengali News

রোহিঙ্গা ইস্যু নিয়ে এবার ভারতকে নয়া বার্তা দিল রাষ্ট্র সংঘ। রাষ্ট্রসংঘের দুটি পৃথক সভার পক্ষ থেকে ৭ জন রোহিঙ্গাকে নিয়ে নয়া প্রস্তাব দেওয়া হয়েছে ভারতকে। ৭ 'অবৈধ অনুপ্রবেশকারী' রোহিঙ্গাকে ভারত মায়ানমারে পাঠাতে চাইলেও, তা খথেকে ভারতকে বিরত থাকার জন্য প্রস্তাব দিয়েছে রাষ্ট্রসংঘ।

রোহিঙ্গা ইস্যুতে ভারতকে কোন বার্তা রাষ্ট্রসংঘের! উস্কে গেল অবৈধ অনুপ্রবেশকারী প্রসঙ্গ

রাষ্ট্রসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, মায়ানমারের রাখিনেতে বর্তমান পরিস্থিতি মোটও ভালো নয়। সেখানে নিরাপত্তা নেই বললেই চলে রোহিঙ্গাদের জন্য। ফলে এমন অবস্থায় ভারত যে ৭ জন রোহিঙ্গাকে 'অবৈধ অনুপ্রবেশকারী ' হিসাবে চিহ্নিত করেছে , তাঁদের মায়ানমারে পাঠানো উচিত হবে না। এমনই মত রাষ্ট্রসংঘের শরনার্থী সংক্রান্ত বিভাগের।

উল্লেখ্য, ২০১২ সালে অসম সীমান্ত দিয়ে ওই রোহিঙ্গারা ভারতে প্রবেশ করেছিল বলে খবর। এরপরপ ওই ৭ রোহিঙ্গাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারত। আর ভারতের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে রাষ্ট্রসংঘ। যদিও গোটা বিষয়ে ভারতের বিদেশমন্ত্রক কোনও রকমেক মন্তব্য করতে চায়নি। যদিও ভারতের দাবি, মায়ানমার যে ওই ৭ রোহিঙ্গাকে গ্রহণ করতে রাজি হয়েছে ভারতের ডাকে, তা নিঃসন্দেহে প্রাসঙ্গিক।

English summary
As India prepares to deport seven Rohingya “illegals” to Myanmar on Thursday, two United Nations bodies criticised the proposed move and urged the Indian government to refrain from doing anything that would endanger the lives of those it plans to deport.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X