For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতিরক্ষাবাহীনির কাছে মার খেয়েও সেনাতেই যোগ দেন উমর! কাশ্মীরি ভূমিপুত্রের আখ্যান গায়ে কাঁটা দেয়

'ছেলেকে প্রতিরক্ষা বাহিনী মারধর করেছিল। তারপরই উগ্রপন্থার রাস্তা নেয় আদিল।' এমন বক্তব্য উঠে আসে পুলওয়ামায় কাপুরুষোচিত হামলার নেপথ্য নায়ক জঙ্গি আদিল দারের বাবার কাছ থেকে। যে আদিল কাশ্মীরের ছেলে।

  • |
Google Oneindia Bengali News

'ছেলেকে প্রতিরক্ষা বাহিনী মারধর করেছিল। তারপরই উগ্রপন্থার রাস্তা নেয় আদিল।' এমন বক্তব্য উঠে আসে পুলওয়ামায় কাপুরুষোচিত হামলার নেপথ্য নায়ক জঙ্গি আদিল দারের বাবার কাছ থেকে। যে আদিল কাশ্মীরের ছেলে। সেই কাশ্মীরেরই অন্য এক ভূমিপুত্র উমর ফায়াজ। যিনি দেশের কাছে স্মরণীয় হয়ে রয়েছেন ভারতীয় সেনার বীর শহিদ হিসাবে। স্মরণীয় হয়ে রয়েছেন তাঁর বীরত্বের কাহিনিতে। দুই কাশ্মীরি ভূমিপুত্রের এই আখ্যান অবাক করার মত।

উমর চিনে নিয়েছিলেন নিজের রাস্তা

একটা সময় কাশ্মীরে মোতায়েন প্রতিরক্ষা বাহিনীর হাতে মারধর খেতে হয়েছিল কাশ্মীরি যুবক উমর ফায়াজকে। কারণ, তানি প্রতিরক্ষা বাহিনীর কাছে নিজের ব্যাগ চেক করাতে চাননি। এই ঘটনার বহুকাল বাদে সেই সেনাবাহিনীরই অফিসার হন উমর। প্রতিরক্ষাবাহিনীর সঙ্গে সেদিনের ঘটনার পরও দেশসেবাতেই শেষদিন পর্যন্ত নিজেকে নিমজ্জিত করেন উমর।

উমরের বলিদান

উমরের বলিদান

সালটা ২০১৭ । সেই বছরের মে মাসে জম্মু ও কাশ্মীরে কর্তব্যরত ছিলেন উমর। সেই সময় কাশ্মীরের কুলগামে এক বিয়ে বাড়িতে যোগ দিতে যান উমর। আচমকা জইশ-ই-মহম্মদ ও লস্কর -ই-তৈবা গোষ্ঠীর জঙ্গিরা এসে অপহরণ করে নিয়ে যায় উমরকে। তখন ভারতীয় সেনার রাজপুতানা রাইফেল্সের লেফ্টনেন্ট পদে নিযুক্ত ছিলেন এই ২২ বছরের যুবক। কয়েকদিন বাদে গুলিতে ঝাঁঝরা অবস্থায় উমরের দেহ ফেলে রাখা হয় এলাকায়। শোনা যায়, এককালে যাঁদের সঙ্গে খেলা করে বড় হয়েছিলেন উমর , সেই বন্ধুদের মধ্যেই অনেকে পরবর্তীকালে উগ্রপন্থার রাস্তা নেয়। আর তদের হাতেই খুন হতে হয় ভারতীয়সেনার এই বীর জওয়ানকে।

জঙ্গি আদিলের ঘটনা

যে কাশ্মীর গর্ব করে উমরের মত বীর সেনা অফিসারকে নিয়ে, সেই কাশ্মীরেরই সন্তান জঙ্গি আদিল। এই আদিল ক্লাস১২ এ পড়াকালীন স্কুলে ফেল করার পর বেছে নিয়েছিল নাশকতার রাস্তা। যার পরিণতি আত্মঘাতী হামলা। যে হামলায় দেশের ৪০ টি ভিন্ন জায়গা থেকে উঠে আসছে করুণ আর্তনাদ। দেশ হারিয়েছে নিজের ৪০ জন বীর জওয়ানকে।আর এই রক্তলীলার নেপথ্য নায়ক হয়ে থাকল জইশ জঙ্গি আদিল।

English summary
Lt. Ummer Fayaz was beaten by the security forces but he became an Army officer to inspire the youth of Kashmir.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X