For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রার্থী হতে চাননি, উমাকে দলের সহ সভানেত্রীতে উত্তীর্ণ করল বিজেপি

লোকসভা নির্বাচনে তিনি লড়তে চান না বলে দলকে জানিয়েছিলেন। তার বদলে উমা ভারতীকে আরও বড় দায়িত্ব দিল বিজেপি। তাঁকে করে দেওয়া হল দলের সহ সভানেত্রী।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনে তিনি লড়তে চান না বলে দলকে জানিয়েছিলেন। তার বদলে উমা ভারতীকে আরও বড় দায়িত্ব দিল বিজেপি। তাঁকে করে দেওয়া হল দলের সহ সভানেত্রী।

উমাকে দলের সহ সভানেত্রীতে উত্তীর্ণ করল বিজেপি

ঝাঁসি থেকে লোকসভা ভোটে লড়ে জিতে আসা উমা জানিয়েছিলেন, তিনি ১৮ মাসের দীর্ঘ তীর্থযাত্রায় যেতে চান মে মাসে। সেকথা ভেবেই এবং লোকসভায় তিনি লড়তে চাইছেন না দেখেই বিজেপি নেতৃত্ব তাঁকে আরও ওপরে তুলে আনল।

উমা আগেই জানিয়েছিলেন, তিনি ভোটে লড়তে চান না। আর যদি লড়েন তাহলে ঝাঁসি আসন থেকেই লড়বেন। কখনও অন্য কোনও আসন থেকে লড়বেন না। কারণ এখানকার মানুষ তাঁকে মেয়ের মতো ভালোবাসে। তাঁর জন্য গর্বিত। তবে শেষ অবধি ভোটে লড়বেন না বলেই স্থির করেছিলেন উমা।

প্রসঙ্গত এদিন নতুন তালিকায় ৪৮ জনের নাম প্রকাশ করেছে বিজেপি। গোয়া, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, গুজরাত, হিমাচলপ্রদেশ ও কর্ণাটকের জন্য প্রার্থী ঘোষণা হয়েছে। এছাড়া গোয়া ও গুজরাতের বিধানসভা উপনির্বাচনের জন্য ছয়টি কেন্দ্রেও বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এই নিয়ে পঞ্চম তালিকা প্রকাশিত হল।

English summary
Uma Bharti appointed BJP's national vice-president
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X