For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনআইএ-র হাতে গ্রেফতার উলফা নেতা গগন হাজারিকা

উলফা নেতা গগন হাজারিকাকে গুয়াহাটি থেকে গ্রেফতার করল এনআইএ। এনআইএ-র তরফে জানানো হয়েছে,হাজারিকা ওরফে চেলেংকে গ্রেফতার করা হয়েছে অসম থেকে।

  • |
Google Oneindia Bengali News

গুয়াহাটি,২০ জানুয়ারি: উলফা নেতা গগন হাজারিকাকে গুয়াহাটি থেকে গ্রেফতার করল এনআইএ। এনআই-এর তরফে জানানো হয়েছে , হাজারিকা ওরফে জয়দীপ চেলেংকে গ্রেপ্তার করা হয়েছে অসম থেকে।

২০০৮ সালে হাজারিকা ,উলফা বা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম-এ যোগ দেয়। ধৃত হাজারিকা এই নিষিদ্ধ সংগঠনের দ্বিতীয় শ্রেনীর নেতা বলে জানা যায়। পদের নিরিখে সংগঠনটির এসএস সেকেন্ড লেফটনেন্ট ছিল সে।

এনআইএ-র হাতে গ্রেফতার উলফা নেতা গগন হাজারিকা

গুয়াহাটির জৈল শিবসাগর জেলার আদালতে তাকে তোলা হলে আদালত তাকে আটক করার নির্দেশ দেয়। আদালত থেকে পরোয়ানা জারি করে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। তাকে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।

মনে করা হচ্ছে এই উলফা নেতার গ্রেফতারের জেরে সংগঠনের সম্পর্কে অনেক তথ্য পাওয়া যাবে। সংগঠনের প্রথম সারির নেতা মুকুল হাজারিকা কমান্ডার ইন চিফ পরেশ বরুয়ার সঙ্গে গগনের খুব ভালো সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। ফলে এই গ্রেফতার এনআইএ-র হাতে নতুন করে অধরা অনেক তথ্য তুলে দেবে বলে মনে করছে অনেকে। জানা গিয়েছে সংশ্লিষ্ট সংগঠনের কাজে গগন যখন মায়ানমারে যায়, তখন তার সঙ্গে এই উলফা নেতাদের সম্পর্ক গড়ে ওঠে।

English summary
:The NIA on Friday announced that they have arrested ULFA (I) leader Gagan Hazarika from Guwahati.A statement released by the investigating agency said Hazarika alias Joydeep Cheleng was arrested.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X