সংঘর্ষে মৃত অসম পুলিশের অফিসার ভূমিপুত্র! আর যা বললেন পরেশ বড়ুয়া
সংঘর্ষে অসম পুলিশের অফিসারের মৃত্যু ঘটনায় দুঃখপ্রকাশ করে বিবৃতি দিল ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম-ইন্ডিপেন্ডেন্ট। ঘটনায় মৃত অসম পুলিশের অফিসার ভাস্কর কলিতাকে ভূমিপুত্র বলে সম্বোধন করা হয়েছে।

অসম পুলিশ ও সিআরপিএফ-এর কোবরা বাহিনীর আক্রমণের সময় আত্মরক্ষার্থে এই গুলি চালনার ঘটনা বলে বিবৃতিতে জানিয়েছেন সংগঠনের প্রধান পরেশ বড়ুয়া। একইসঙ্গে তার মত ওই অফিসারের উচিত হয়নি এই অপারেশনের নেতৃত্ব দেওয়া। ওই অফিসারের মৃত্যুতে তারা গভীর ভাবে দুঃখিত বলে মন্তব্য করেছেন পরেশ বড়ুয়া।
শুক্রবার অসমের তিনসুকিয়ার কুজুপাথর গ্রামে জঙ্গি বিরোধী অভিযানের নেতৃত্বে ছিলেন বছর চৌত্রিশের অসম পুলিশের অফিসার ভাস্কর কলিতা। অভিযানে ছিল অসম পুলিশ ও সিআরপিএফ-এর কোবরা বাহিনী।
বিবৃতিতে পরেশ বড়ুয়া বলেছেন, তাদের যুদ্ধ দখলদার ভারতের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। তা কোনও ভাবেই অসম পুলিশে থাকা নিজেদের লোকেদের বিরুদ্ধে নয়। এই ঘটনায় পাঁচ বছর আগে অসম পুলিশকে আক্রমণ না করার তাদের দেওয়ার প্রতিশ্রুতির বিরুদ্ধে বলেও জানানো হয়েছে।