For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রিটেনের স্ট্রেন ভারতের করোনা ভাইরাসের মতো তীব্র সংক্রমক নয়, দাবি পুনের গবেষকদের

ব্রিটেনের স্ট্রেন ভারতের করোনা ভাইরাসের মতো তীব্র সংক্রমক নয়

Google Oneindia Bengali News

দেশজুড়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ শুরু হয়ে গিয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। অনেকের মতেই ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকার ভাইরাসের কারণে ভারতে সংক্রমণ বাড়ছে। যদিও এই তত্ত্ব এখনও প্রমাণিত নয়। এরই মধ্যে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অ‌ফ ভায়রোলজির বিজ্ঞানীরা জানিয়েছেন যে ভারতে যে বিদ্যমান করোনা ভাইরাস রয়েছে তার চেয়ে বেশি সংক্রমণযোগ্য নয় ব্রিটেনের কোভিড–১৯ ভ্যারিয়ান্ট (‌বি.‌১.‌১৭)‌।

ব্রিটেনের স্ট্রেন ভারতের করোনা ভাইরাসের মতো তীব্র সংক্রমক নয়, দাবি পুনের গবেষকদের

গবেষণার কাজে ব্যবহৃত ছোট প্রাণীর ওপর পরীক্ষা করে এই সিদ্ধান্তে পৌঁছেছে গবেষকরা তবে এখনও এ নিয়ে পিয়ার–পর্যালোচনা হয়নি। প্রসঙ্গত, বি‌.‌১.‌১.‌৭ করোনা ভাইরাসের এমন একটি বৈশিষ্ট্য যার মিউটেশন সহজেই মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে সক্ষম এবং গত ডিসেম্বরে ব্রিটেনে এই ভাইরাসের ব্যাপক সংক্রমণ দেখা গিয়েছিল। যারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল তাদের কিছু কিছু ভ্যাকসিন ট্রায়ালে কার্যকারিতা হ্রাস হতে দেখা গিয়েছে।

ভারতে এখনও পর্যন্ত তিন বৈশিষ্ট্যের ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৭১ জন। যার মধ্যে ৭৩৬ জন বি.‌১.‌১.‌৭ ভাইরাসে আক্রান্ত।

পাঞ্জাবের স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন সম্প্রতি ধরা পড়া ৮০ শতাংশ কেসে বি.‌১.‌১.‌৭–এর ভাইরাস পাওয়া গিয়েছে। যা রাজ্যে সংক্রমণ বাড়ার কারণ হিসাবে মনে করছে সরকার। কত দ্রুত এই স্ট্রেন ছড়িয়ে পড়ছে তা পরীক্ষা করতে এনআইভি বিজ্ঞানীরা দু’‌টি দলে ভাগ করে ৯টি প্রাণীর মধ্যে এই গবেষণা করেছে। এক দলের প্রাণীকে দেওয়া হয় বি.‌১.‌১.‌৭ এবং অন্য দলের প্রাণীকে ভারতের সার্স–কোভ–২ স্ট্রেন দেওয়া হয়। শেষের কিছু প্রাণীকে ডি৬১৪জি মিউট্যান্ট দেওয়া হয়, যা গত বছরের গোড়ার দিকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল।

এই প্রাণীগুলিকে ফের আরও ছোট ছোট দলে ভাগ করে রাখা হয় এবং অন্য প্রাণীদের সঙ্গে তুলনা করে দেখা হয় যে এই ভআইরাস ছড়িয়ে পড়ছে কিনা। খাঁচায় প্রাণীগুলিকে রেখে পরীক্ষা করা শুরু হয়। তাদের মল ও প্রাণীদের ওজনের তারতম্যের ওপর ভিত্তি করে তারা অসুস্থ হয়ে পড়ছে কিনা তা দেখা হয়। এরপরই দেখা যায় যে তারা ব্রিটেনের ভাইরাসে আক্রান্ত হয়েছে। পরবর্তী পরীক্ষায় এই ভাইরাস যুক্ত প্রাণীদের সুস্থ প্রাণীদের সঙ্গে ছেড়ে দেওয়া হয়। দেখা যায় সব সুস্থ প্রাণীদের মধ্যে বি.‌১.‌১.‌৭ ভাইরাসের সংক্রমণ ঘটেনি। এর থেকেই গবেষকদের মনে হয়েছে ব্রিটেনের স্ট্রেন ভারতের ভাইরাসের চেয়ে কম সংক্রমণযোগ্য। তবে গবেষকরা জানিয়েছেন যে এই নিয়ে আরও গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন রয়েছে।

মমতা-শুভেন্দুর কনভয় কাছাকাছি আসতেই নন্দীগ্রামের বুকে কী ঘটল, মেগা ডুয়েলের আগে নয়া নজির মমতা-শুভেন্দুর কনভয় কাছাকাছি আসতেই নন্দীগ্রামের বুকে কী ঘটল, মেগা ডুয়েলের আগে নয়া নজির

English summary
The UK corona virus is less contagious than the old virus in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X