For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউক্রেনের বারুদ থেকে ছেলেকে ফিরিয়ে এনেছে কেন্দ্র, আপ্লুত বাবা বলছেন 'ও তো মোদীর সন্তান'

ইউক্রেনের বারুদ থেকে ছেলেকে ফিরিয়ে এনেছে কেন্দ্র, আপ্লুত বাবা বলছেন 'ও তো মোদীর সন্তান'

  • |
Google Oneindia Bengali News

২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগেই ভারত সরকারের সূত্র জানিয়েছিল ইউক্রেনের বিভিন্ন শহরে প্রায় ২০ হাজার ভারতীয় আটকে আছে৷ এরপর খারকিভে রাশিয়ার সৈন্যদের চালানো গোলাগুলিতে মারা যায় এক ভারতীয় ছাত্র। সারা ভারতে বাবা-মাদের একটা বড় অংশ ভয়ঙ্কর দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন তাদের ছেলেমেয়েদের ইউক্রেন থেকে ফিরে আাসা নিয়ে৷ যুদ্ধ শুরু হওয়া থেকেই ভারতীয়দের ইউক্রেন থেকে ফিরিয়ে নিয়ে আসতে বিমান পাঠানো থেকে কূটনৈতিক চাপ দেওয়ার মতো একের পর এক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। বড় সংখ্যায় ভারতীয়রা ইতিমধ্যেই দেশে ফিরে আসতে পেরেছেন৷ সম্প্রতি ইউক্রেনের সুমি দেশে থেকে দেশে ফেরা এরকমই এক ভারতীয় ছাত্রের বাবা আপ্লুত হয়ে বলেন, ' ও তো মোদীর সন্তান।'

ইউক্রেনের বারুদ থেকে ছেলেকে ফিরিয়ে এনেছে কেন্দ্র, আপ্লুত বাবা বলছেন ও তো মোদীর সন্তান

কাশ্মীরের সঞ্জয় পন্ডিতার ছেলে ইউক্রেনের সুমিতে আটকে পড়েছিল। সম্প্রতি সেই ছেলেকেই উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছে ভারতীয় বায়ুসেনা। ছেলেকে কাছে ফিরে আপ্লুত বাবা সঞ্জয় সংবাদমাধ্যমকে বলেন, আমি বলতে চাই যে শুধু আমার নয় মোদীজিরই ছেলে ফিরে এসেছে। ছেলেকে ইউক্রেন থেকে ফিরে আসতে দেখে আবেগপ্রবণ সঞ্জয় পন্ডিতা আরও বলেন যে, সুমিতে যুদ্ধ পরিস্থিতির কারণে তিনি তার ছেলের ফিরে আসার বিষয়ে আশা হারিয়ে ফেলছিলেন। সরকারকে ধন্যবাদ জানিয়ে সঞ্জয় বলেন, সুমির পরিস্থিতিতে আমাদের কোনো আশা ছিল না। আমার ছেলেকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি ভারত সরকারের কাছে কৃতজ্ঞ।

পরপর তিন দিন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা! একনজরে কোথা থেকে কোন পর্যন্ত চালু থাকবে পাতাল রেল পরপর তিন দিন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা! একনজরে কোথা থেকে কোন পর্যন্ত চালু থাকবে পাতাল রেল

প্রসঙ্গত এদিন ইউক্রেন থেকে দেশে ফেরা ছাত্রছাত্রীরা দিল্লি বিমানবন্দর থেকে বেরিয়ে এসে তাদের বাবা-মাকে জড়িয়ে ধরে, যারা বাচ্চাদের দেখতে পাঁচ-ছয় ঘন্টা ধরে বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। এদিন প্রত্যেকেই প্রচন্ড আবেগপ্রবণ ছিলেন। চোখে জল নিয়েই অনেক বাবা-মা এবং পরিবারের সদস্যরা তাদের বাচ্চাদের মিষ্টি বিতরণ করেছেন এবং মালা পরিয়েছেন৷ এই ছাত্রছাত্রীদের বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের ফুলের তোড়া দিয়ে আলিঙ্গন করে স্বাগত জানান পরিবারের লোকরা৷ সঙ্গেই এদিন বিমানবন্দরে স্লোগান ওঠে, 'ভারত মাতা কি জয় এবং মোদী হ্যায় তো মুমকিন হ্যায়।'

English summary
Ukraine-russia crisis: Center brings back his son from Ukraine, father says 'he is Modi's son'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X