For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর ভ্রমণ নিয়ে নাগরিকদের সতর্ক করল একাধিক দেশ

পারদ চড়ছে কাশ্মীরে। জঙ্গি হামলার আতঙ্ক এখনও বাসা বেঁধে রয়েছে উপত্যকায়। অমরনাথ যাত্রা তো স্থগিত রয়েইছে।

Google Oneindia Bengali News

পারদ চড়ছে কাশ্মীরে। জঙ্গি হামলার আতঙ্ক এখনও বাসা বেঁধে রয়েছে উপত্যকায়। অমরনাথ যাত্রা তো স্থগিত রয়েইছে। তার উপর যুদ্ধকালীন তৎপরতায় অমরনাথ যাত্রীদের সরানো হচ্ছে। এই পরিস্থিতি বিবেচনা করে একাধিক দেশ তাঁদের নাগরিকদের কাশ্মীর ভ্রমণের উপর সতর্কতা জারি করেছে।

কাশ্মীর ভ্রমণ নিয়ে নাগরিকদের সতর্ক করল একাধিক দেশ

কাশ্মীরে দেশিয় পর্যটকদের তুলনায় বিদেশি পর্যটকের সংখ্যা বেশি থাকে। এর মধ্যে আবার ব্রিটিশ, জার্মান আর অস্ট্রেলিয় নাগরিকের সংখ্যা বেশি থাকে। এই দেশগুলি তাই তাঁদের ভারত ভ্রমণকারী নাগরিকদের কাশ্মীর নিয়ে সতর্ক করেছে। ব্রিটেন ভারত ভ্রমণকারী নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, যদি কোনও ব্রিটিশ নাগরিক কাশ্মীর ভ্রমণে গিয়ে থাকেন তাহলে পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকুন। স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে কাজ করুন এবং নিজেদের গতিবিধি সচেতন ও সতর্কভাবে করার চষ্টা করুন। এছাড়া দিল্লিতে ব্রিটিশ হাইকমিশনের তরফেও ব্রিটিশ পর্যটকদের গতিবিধি নজরে রাখা হচ্ছে।

অন্যদিকে জার্মানিও একই নির্দেশিকা জারি করেছে। ভারতে ভ্রমণকারী জার্মানদের কাশ্মীরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কাশ্মীর থেকে লাদাখ যাওয়ার পথ এড়িয়ে যেতে বলা হয়েছে। এমনকী গাইড বাছাইয়ের ক্ষেত্রেও সতর্ক করা হয়েছে তাঁদের‌। ভারত-পাকিস্তান এবং ভারত -চীন সীমান্তের কোনও এলাকাতেই না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে জার্মান পর্যটকদের‌।

ব্রিটেন এবং জার্মানি নির্দেশিকা জারির কয়েক মিনিটের মধ্যেই অস্ট্রেলিয়া তাঁদের নাগরিকদের উদ্দেশ্যে সতর্কতা জারি করে। অস্ট্রেলিয়া সরকারের ভ্রমণ বিমার নির্দেশিকা মেনেই তাঁদের ভারতে ভ্রমণ করতে বলা হয়েছে।

[আরও পড়ুন: জঙ্গিহানার আশঙ্কায় এয়ারলিফ্ট করে সরানো হল ৬১২৬ জন অমরনাথ যাত্রীকে ][আরও পড়ুন: জঙ্গিহানার আশঙ্কায় এয়ারলিফ্ট করে সরানো হল ৬১২৬ জন অমরনাথ যাত্রীকে ]

[আরও পড়ুন:ফের সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা পাকিস্তানের, ৭ অনুপ্রবেশকারীকে নিকেশ ভারতীয় সেনার][আরও পড়ুন:ফের সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা পাকিস্তানের, ৭ অনুপ্রবেশকারীকে নিকেশ ভারতীয় সেনার]

English summary
UK,Germany,Australia advises against all travel to J&K
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X