For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌শিশুদের জন্য এবার বাল আধার কার্ড, জেনে নিন তার পদ্ধতি

‌শিশুদের জন্য এবার বাল আধার কার্ড, জেনে নিন তার পদ্ধতি

Google Oneindia Bengali News

এবার শিশুদের জন্য নতুন আধার কার্ড নিয়ে আসতে চলেছে ইউআইডিএআই। নীল রঙের '‌বাল আধার’‌ কার্ড পাঁচ বয়স পর্যন্ত শিশুদের জন্য বলে জানা গিয়েছে। বুধবারই ইউআইডিএআই–এর টুইটার থেকে এই ঘোষণা করা হয়। টুইটারে '‌বাল আধার’‌ কার্ডের ছবিও দেওয়া হয়।

‌শিশুদের জন্য এবার বাল আধার কার্ড, জেনে নিন তার পদ্ধতি


ইউআইডিএআই তার টুইটে হ্যাশট্যাগ দিয়ে লেখে, '‌আধার আমার শিশুর জন্য’‌। জানা গিয়েছে, নীল রঙের '‌বাল আধার’‌ শুধুমাত্র পাঁচ বছর বয়সী শিশুদের জন্য। পাঁচ বছর বয়সের পর এই আধারটি অবৈধ হয়ে যাবে। বাধ্যতামূলক বায়োমেট্রিক তথ্য শিশুর আধার কার্ড সক্রিয় করার জন্য প্রয়োজন। শিশুর আধার কার্ডের জন্য তাই আধারের সরকারি ওয়েবসাইটে একবার দেখে নেওয়া দরকার অভিভাবকদের। সরকারের কল্যাণমূলক প্রকল্পে শিশুদের সুযোগ দেওয়ার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে। নিল রঙের শিশুদের েই আধার কার্ডের মাধ্যম অভিভাবকরা বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে পারবে। এর আগে ইউআইডিএআই পাঁচ বছরের কম শিশুদের বায়োমেট্রিক তথ্য নিত না। শিশুর পাঁচ বছর বয়স অতিক্রম করার পরে, বায়োমেট্রিক প্রমাণীকরণ তাদের মা–বাবার দ্বারা করা উচিত, যাঁরা তাদের আধার কার্ড আপডেট করতে পারে। তাই পাঁচ বছরের নীচে ও পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য নীল রঙা বাল আধার কার্ড এবং পাঁচ বছর বয়সের পর তাঁদের সাধারণ আধার কার্ড দেওয়া হবে। কিভাবে বাল আধার কার্ড সংগ্রহ করবেন তার বিশদ বিবরণ দেওয়া হল।


১)‌ প্রথমে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাছাকাছি কোনও আধার কেন্দ্রে যেতে হবে। আধারের ওয়েবসাইটেই এই অ্যাপয়েন্টমেন্ট করা যাবে।

২)‌ এরপর নিজের সন্তানকে নিয়ে ওই আধার কেন্দ্রে যান।

৩)‌ এরপর আধার কার্ডের রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে।

৪)‌ আধার কার্ডে শিশু জন্ম বিবরণ দেওয়ার পর জন্মের শংসাপত্র জমা দিতে হবে।

৫)‌ উভয় অভিভাবকের আধার কার্ডের প্রতিলিপিও এর সঙ্গে জমা দিতে হবে।

৬)‌ আধার কার্ড রেজিস্ট্রেশন ফর্মে যতগুলি ছবি দিতে বলেছে সেগুলি লাগাতে হবে।

৭)‌ এই ফর্মটা আধার কেন্দ্রের কোনও সরকারি আধিকারিককে জমা দিন।

৮)‌ আধার কার্ড কেন্দ্র থেকে বাল আধার কার্ডের লিঙ্ক মা–বাবার মধ্যে যে কোনও একজনের আধার কার্ডে পাঠিয়ে দেবে।

৯)‌ নিশ্চিতকরণের বার্তা অভিভাবকদের রেজিস্টার করা মোবাইল নম্বরে চলে আসবে।

১০)‌ নিশ্চিতকরণের বার্তা আসার পর বাল আধার কার্ড ৬০ দিনের মধ্যে ই–মেল অ্যাড্রেসে চলে আসবে।

English summary
The move has come up to extend the government's welfare scheme benefits to children
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X