For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের আধার তথ্য ফাঁসের অভিযোগ! আমেরিকার সংস্থার অভিযোগে এবার যা বলল কর্তৃপক্ষ

ফের আধার তথ্য ফাঁসের অভিযোগ খারিজ করে দিল ইউআইডিএআই কর্তৃপক্ষ। আমেরিকার একটি ওয়েবসাইট জেডডিনেট-এ দাবি করা হয়েছিল সরকারি পরিষেবা সংস্থার ব্যবস্থা থেকে তথ্য ফাঁস হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ফের আধার তথ্য ফাঁসের অভিযোগ খারিজ করে দিল ইউআইডিএআই কর্তৃপক্ষ। আমেরিকার একটি ওয়েবসাইট জেডডিনেট-এ দাবি করা হয়েছিল সরকারি পরিষেবা সংস্থার ব্যবস্থা থেকে তথ্য ফাঁস হয়েছে। আধার কর্তৃপক্ষ জানিয়েছে, এই দাবি পুরোপুরি ভিত্তিহীন। আধার তথ্য আদৌ ফাঁস হয়নি।

আধার তথ্য সুরক্ষিত! আমেরিকার সংস্থার অভিযোগের ভিত্তিতে দাবি কর্তৃপক্ষের

সরকারি সরকারি পরিষেবা সংস্থার ব্যবস্থা থেকে আধার তথ্য ফাঁস হওয়ার অভিযোগ করেছিল আমেরিকার একটি ওয়েবসাইট জেডডিনেট। আধারগ্রহীতাদের নাম, আধার নম্বর, ব্যাঙ্কের তথ্য জানা যাচ্ছে বলে দাবি করেছিলেন দিল্লির গবেষক কর্ণ সাইনি।

জেডডিনেট-এর তরফে দাবি করা হয়েছিল, আধারের তথ্য ভাণ্ডার ব্যবহারের যে এপিআই ব্যবহার করা হয়, সেটির নিরাপত্তা নেই। ফলে আধারগ্রহীতাদের নাম, আধার নম্বর, ব্যাঙ্কের তথ্য সহজেই পাওয়া যাচ্ছে। নিজেদের রিপোর্টে জানিয়েছিল জেডডিনেট।

আধার কর্তৃপক্ষ জানিয়েছে, এই দাবি পুরোপুরি ভিত্তিহীন। যদি এটি সত্যি বলে ধরেও নেওয়া হয়, তাহলে সেটি পরিষেবা প্রদানকারী সংস্থার নিরপত্তা নিয়ে প্রশ্ন তোলে। কোনওভাবেই ইউআইডিএআই-এর তথ্যভাণ্ডারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা অর্থহীন বলে জানিয়েছে আধার কর্তৃপক্ষ।

এর আগেও একাধিকবার আধার তথ্য ফাঁস হওয়ার অভিযোগ উঠেছিল। প্রত্যেকবারই সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিল কর্তৃপক্ষ।

English summary
UIDAI dismisses the ZDNet claims as “baseless and irresponsible”, asserting Aadhaar details “remain safe and secure”
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X