For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিক্ষক নিয়োগে এসসি, এসটি,ওবিসি-র আসন সংখ্যা কমতে পারে ইউজিসি-র এই নতুন পদক্ষেপে

ইউজিসি-র এই নতুন পদক্ষেপের ফলে , শুধুমাত্র শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তপশীলী জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেনীভুক্তদের সংরক্ষিত আসনের সংখ্যা কম হয়ে যেতে পারে।

  • |
Google Oneindia Bengali News

বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবার এসসি , এসটি, ও ওবিসি সংরক্ষণের অনুপাত কম হতে পারে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বা ইউজিসি-র আসন্ন নীতির জেরে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবার বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নতুন নীতি গ্রহণ করতে চলেছে কেন্দ্র। ইউজিসির মতে, সংরক্ষিত আসনে শিক্ষক নিয়োগে হবে বিভাগীয় প্রয়োজনীয়তার ভিত্তিতে। এর আগে মোট আসনের সংখ্যার ভিত্তিতে সংরক্ষণের জন্য আসন রাখা হত।

শিক্ষক নিয়োগে এসসি, এসটি,ওবিসি-র আসন সংখ্যা কমতে পারে ইউজিসি-র এই নতুন পদক্ষেপে

উল্লেখ্য, ইউজিসি-র এই নতুন পদক্ষেপের ফলে , শুধুমাত্র শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তপশীলী জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেনীভুক্তদের সংরক্ষিত আসনের সংখ্যা কম হয়ে যেতে পারে। ইউজিসির-র এই সিদ্ধান্ত এসেছে ,এলাহাবাদ হাইকোর্টের একটি রায়কে কেন্দ্র করে। সেই আদালতে শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলায়, আদালত রায় দেয় যে এবার থেকে, শিক্ষক নিয়োগের বিষয়ে মোট আসনের প্রেক্ষিতে সংরক্ষিত আসন নির্ধারণের বদলে বিভাগের ভিত্তিতে সংরক্ষিত আসন নির্দিষ্ট করতে হবে।

সেই মামলায় ইউজিসি-র শিক্ষক নিয়োগ পন্থাকেও সমালোচনা করে আদালত। এছাড়াও ইউজিসির-র স্ট্যান্ডিং কমিটি এই নিয়োগ সংক্রান্ত মামলায় ১০ টি আদালতের রায়কে বিচার বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে চলেছ। তাদের দাবি এবিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায়কে মাথায় রেখেই এগোচ্ছে ইউজিসি। এবিষয়ে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রককে তাদের আসন্ন পদক্ষেপের বিষয়েও জানিয়েছে ইউজিসি। এবার অপেক্ষা তাতে শিলমোহর পড়ার।

English summary
The number of SC, ST and OBC faculty on university campuses could shrink if the HRD Ministry decides to accept the University Grants Commission’s (UGC) new formula for implementing reservation in teaching posts.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X