For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খিড়কিতে যৌনব্যবসার অভিযোগ জানাল তিন উগান্ডা মহিলা, আপ স্বস্তিতে

Google Oneindia Bengali News

খিড়কিতে যৌনব্যবসার অভিযোগ জানাল তিন ইউগান্ডা মহিলা, আপ স্বস্তিতে
নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি : সোমনাথ ভারতীর মধ্যরাত অভিযান নিয়ে আপাত কিছুটা স্বস্তি পেল আম আদমি পার্টি। তিন উগাণ্ডার মহিলা যৌন ও ড্রাগ চক্রির বিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। আর তাতেই নিজেদের জয় দেখছে আম আদমি পার্টি।

সোমবার ওই অভিযোগকারিনী তিন মহিলা অভিযোগ দায়ের করেন। দিল্লি সরকারের সহায়তায় মহিলাদের সুরক্ষার বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হস্তক্ষেপের দাবি করা হয়েছে। ওই মহিলারা জানিয়েছেন, চাকরির লোভ দেখিয়ে তাদের এখানে আনা হয়। আনার পর দেহব্যবসায় জোর করে লাগানো হয় তাদের। এই চক্রের সকলেই আফ্রিকার বাসিন্দা বলে জানিয়েছেন ওই অভিযোগকারিনীরা।

গোটা প্রশাসনের সোমনাথ ভারতীর কাছে ক্ষমা চাওয়া উচিত : আশুতোষ

ওই তিন মহিলার অভিযোগের পরই মুখ খুলেছে আপ নেতৃত্বও। আপের মুখপাত্র আশুতোষ জানিয়েছেন, এই কথাটা আমরা প্রথম দিন থেকেই বলে আসছিলাম। যারা আমাদের দিকে আঙুল তুলেছিল তাদের জিজ্ঞাসা করতে চাই অরুণ জেটলি এবং নরেন্দ্র মোদী কী ক্ষমা চাইবেন? গোটা প্রশাসনের সোমনাথ ভারতীর কাছে ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

আশুতোষের অভিযোগ, আপের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালানো হয়েছিল। কেন কেউ এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি সে প্রশ্নও তোলেন আশুতোষ। দিল্লি পুলিশ চক্রীন্তকারীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে বলেও অভিযোগ তোলেন আশুতোষ।

English summary
Ugandan women complain of sex racket in Khirki, AAP says 'vindicated'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X