For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারা দেশের একেবারে বিপরীত চিত্র কেরলে! শূন্য হাতে ফিরছে বিজেপিকে, বিধ্বস্ত বামেরাও

সারা দেশের বিপরীত চিত্র কেরলে। সেখান থেকে একটি আসনও না পেয়েই ফিরতে হচ্ছে বিজেপিকে। অন্যদিকে ইউডিএফ-এর হানায় বিপর্যস্ত ক্ষমতাসীন এলডিএফ। ২০ টি আসনের মধ্যে ১৯ টিতেই এগিয়ে রয়েছে ইউডিএফ।

  • |
Google Oneindia Bengali News

সারা দেশের বিপরীত চিত্র দেখা গেল কেরলে। সেখান থেকে একটি আসনও না পেয়েই ফিরতে হচ্ছে বিজেপিকে। অন্যদিকে ইউডিএফ-এর হানায় বিপর্যস্ত ক্ষমতাসীন এলডিএফ। ২০ টি আসনের মধ্যে ১৯ টিতেই এগিয়ে রয়েছে ইউডিএফ। বামেরা একমাত্র এদগিয়ে আলাপ্পুঝা আসনে। বাম প্রার্থী এএম আরিফ বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন কংগ্রসেরে সানিমুল উসমানের থেকে।

ওয়ানাডে বড় ব্যবধানে এগিয়ে রাহুল

ওয়ানাডে বড় ব্যবধানে এগিয়ে রাহুল

ওয়ানাড আসন থেকে প্রায় ৩.৫ লক্ষেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী। শুধু ওয়ানাডই নয়, থিরুভানন্তপুরম, কন্নুর, পালাক্কাড, পাথানামথিট্টা এবং ত্রিসুর আসনে এলডিএফ এবং এনডিএ-র শক্ত প্রতিদ্বন্দ্বিতা উপেক্ষা করেই আসনগুলিতে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে তারা।

বুথ ফেরত সমীক্ষা

বুথ ফেরত সমীক্ষা

বুথ ফের সমীক্ষায় ইউডিএফকেই এগিয়ে রাখা হয়েছিল। গড় হিসেবে দেখা গিয়েছিল ইউডিএফ পেতে পারে ১৪ থেকে ১৬ টি আসন। এলডিএফ পেতে পারে চার থেকে
পাঁচটি আসন। আর বিজেপি পেতে পারে ১ থেকে ২ টি আসন।

২০১৪-র ফল

২০১৪-র ফল

২০১৪-র লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ পেয়েছিল ১২ টি আসন আর সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ পেয়েছিল ৮ টি আসন।

English summary
The Congress-led United Democratic Front (UDF) is set to sweep the state of Kerala in the Lok Sabha elections, trends from the Election Commission show at 3:20 pm
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X