For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাশে বোম্বে হাইকোর্ট! টিম শিন্ডের সঙ্গে লড়াইয়ে উদ্ধব ঠাকরে গোষ্ঠীর বড় জয়

পাশে বোম্বে হাইকোর্ট! টিম শিন্ডের সঙ্গে লড়াইয়ে উদ্ধব ঠাকরে গোষ্ঠীর বড় জয়

  • |
Google Oneindia Bengali News

সংখ্যার খেলায় রাজনৈতিক লড়াইয়ে একনাথ শিন্ডের জয় হলেও আদালতের লড়াইয়ে প্রাথমিকভাবে জয় পেলেন উদ্ধব ঠাকরে। এদিন বোম্বে হাইকোর্টের রায়ে ধাক্কা খেয়েছে একনাথ শিন্ডে গোষ্ঠী। আদালতের তরফে মুম্বইয়ের শিবাজি পার্তে দশের উৎসব পালনের অনুমতি দেওয়া হয়েছে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা গোষ্ঠীকে। আদালত দল নিয়ে বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত না নেওয়ার একনাথ শিন্ডে গোষ্ঠীর অনুরোধ প্রত্যাখ্যান করেছে।

প্রথমে সবার অনুরোধ প্রত্যাখ্যান

প্রথমে সবার অনুরোধ প্রত্যাখ্যান

প্রথমে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন মুম্বই পুলিশের আইনশৃঙ্খলা নিয়ে আপত্তির কথা জানিয়ে শিবাজি পার্কে দশেরা পালন নিয়ে উদ্ধব ঠাকরে শিবসেনা এবং একনাথ শিন্ডের শিবসেনা গোষ্ঠীর আবেদন প্রত্যাখ্যান করে। উদ্ধব ঠাকরে গোষ্ঠী সেই সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করে। অন্যদিকে শিন্ডে গোষ্ঠী এব্যাপারে হস্তক্ষেপের আবেদন করেছিল।

রায়ে খুশি উদ্ধব গোষ্ঠী

রায়ে খুশি উদ্ধব গোষ্ঠী

বোম্বে হাইকোর্টের তরফে বলা হয়েছে বিএমসির আদেশ আইনি প্রক্রিয়ার স্পষ্ট অপব্যবহার। অন্যদিকে, আদালতের রায়কে স্বাগত জানিয়েছে ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা। তারা বলছে, এর থেকেই বিচার ব্যবস্থায় তাদের বিশ্বাস প্রমাণিত হয়েছে। তারা আরও বলেছে বিএমসির ওপরে চাপ থাকার কারণেই তারা অনুমতি প্রত্যাখ্যান করেছিল। উদ্ধব গোষ্ঠী বলছে, বহু বছর ধরে শিবতীর্থে (শিবাজি পার্কে ) তারা দশেরার অনুষ্ঠান করে আসছএন। কিন্তু এবার তাতে বাধা তৈরি করে বিজেপি এবং একনাথ শিন্ডের গোষ্ঠী। তবে আদালত তা প্রত্যাখ্যান করেছে।
প্রসঙ্গত শিবসেনা ১৯৬৬ সাল থেকে প্রতি বছর দশেরার দিনে শিবাজি পার্কে সমাবেশ করে আসছে। তবে গত দুই বছক ২০২০ এবং ২০২১-এ এই সমাবেশ হয়নি করোনার কারণে। তারপরে দুভাগ হয়ে গিয়েছে শিবসেনা।

চ্যালেঞ্জ নিয়েছিলেন উদ্ধাব

চ্যালেঞ্জ নিয়েছিলেন উদ্ধাব

গত অগাস্টে উদ্ধব ঠাকরে এই অনুষ্ঠান নিয়ে মুখ্যমন্ত্রী শিন্ডেকে টার্গেট করেছিলেন। অনুষ্ঠানের অনুমতি দেওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি। উদ্ধব বলেছিলেন, সারা রাজ্য থেকে শিব সৈনিকরা আসবেন। সরকার সেই অনুষ্ঠানে অনুমতি দেবে কিনা তা তারা এখনই বলতে পারছেন না। সেই সময়ই উদ্ধব ঠাকরে চ্যালেঞ্জ নিয়ে বলেছিলেন, যাই হোক না কেন তিনি শিবাজি পার্কে দশেরার সমাবেশ করবেনই। তিনি বলেছিলেন শিবসেনা বিশ্বাসঘাতকদের দিয়ে নয়, শিব সৈনিকদের রক্তে বড় হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ৫ অক্টোবরের অনুষ্ঠানে উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের উন্নয়ন নিয়ে বক্তৃতা দিতে পারেন।

দলের ওপরে দাবির প্রতিষ্ঠা

দলের ওপরে দাবির প্রতিষ্ঠা

তবে এর পিছনেও লুকিয়ে সেই রাজনৈতিক লড়াই। শিন্ডে গোষ্ঠীর তরফে দাদারের বিধায়ক সদা সর্বঙ্কর দাবি করেছেন, ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা গোষ্ঠী তাদের আবেদনের আড়ালে নিজেদের গোষ্ঠীকে আসল দাবি করার চেষ্টা করছে। অন্যদিকে একনাথের শিবসেনা গোষ্ঠী বান্দ্রার কুরলা কমপ্লেক্স ময়দানে তাদের দশেরার সমাবেশ করার অনুমতি পেয়েছে।

বিজেপির হাতছাড়া আরও এক বিধায়ক, নির্বাচনের আগে বাসা বাঁধছেন কোন দলেবিজেপির হাতছাড়া আরও এক বিধায়ক, নির্বাচনের আগে বাসা বাঁধছেন কোন দলে

English summary
Uddhav Thackeray wins court battle agaunst Eknath Shinde Govt on organise Dussehra rally in Mumbai's Shivaji Park
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X