
'আমি ডোনাল্ড ট্রাম্প নই...' রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে কোন সাফাই গাইলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে
দেশে সর্বাধিক করোনা সংক্রমণ হয়েছে মহারাষ্ট্রে। আক্রান্ত প্রতিদিন লাফিয়ে বাড়ছে। করোনা মোকাবিলায় হিমসিম খেলে হয়েছে সদ্য ক্ষমতায় আসা শিবসেনা সরকারকে। উদ্ধব করোনা নিয়ে বেসামাল হয়ে পড়েছে বলে আক্রমণ শানােত শুরু করেছেন বিরোধীরা। তাঁদের জবাব দিতেই শিবসেনা মুখপত্র সামনায় সাক্ষাৎকার দিেয়ছেন সুপ্রিমো। তিনি বলেছেন আমি ডোনাল্ড ট্রাম্প নই, দেশের মানুষকে চোখের সামনে মরতে দেখতে পারব না।

মহারাষ্ট্রে সর্বাধিক সংক্রমণ
করোনা সংক্রমণ সর্বাধিক হয়েছে মহারাষ্ট্রে। শুধু মাত্র মুম্বইয়েই আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গিয়েছে। পুণে, মুম্বইয়ে নতুন করে করোনা সংক্রমণ শুরু হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় শিবসেনা সরকার ব্যর্থ বলে আক্রমণ শানাতে শুরু করেেছন বিরোধীরা।

পাল্টা জবাব উদ্ধবের
বিরোধীদের আক্রমণের জবাব দিতে দলের মুখপত্র সামনায় সাক্ষাৎকার দিয়েছেন উদ্ধব ঠাকরে। সেখানে তিিন বলেছেন, আমি ডোনাল্ড ট্রাম্প নই, নিজের লোকেদের চোখের সামনে মরতে দেখতে পারব না। তাঁদের কষ্ট পেতে দেখতে পারব না। করোনা রুখতে এখনও মহারাষ্ট্রের একাধিক জায়গায় লকডাউন চলছে। এই নিয়ে কয়েকদিন আগে সঞ্জয় রাউত বলেছিলেন মুম্বইয়ের বড়া পাউ মিস করছেন সকলে

আমেরিকার করোনা পরিস্থিতিতে কোণঠাসা ট্রাম্প
আমেরিকার করোনা পরিস্থিতি নিয়ে নিজের দেশেই কোণঠাসা হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্প একেবারেই ব্যর্থ বলে অভিযোগ করেছেন সেদেশের বিরোধীরা। মহারাষ্ট্রের পরিস্থিতিকে অনেকটা আমেরিকার সঙ্গেই তুলনা করা হয়েছে। সেই সূত্র ধরেই ট্রাম্পের সঙ্গে তুলনা করে উদ্ধব ঠাকরের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা।

করোনা পরিস্থিতির জেরে কলেজের পরীক্ষা বাতিল
করোনা পরিস্থিতির কারণেই রাজ্যের কলেজ গুলির পরীক্ষা বাতিল করা হয়েছে বলে দাবি করেছে শিবসেনা সরকার। এই নিয়ে ইউজিসির সঙ্গে প্রবল সংঘাতে জড়িয়েছে তাঁরা। উদ্ধবের ছেেল আদিত্য ঠাকরে সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা ঠুকেছে।

মমতাকে একহাত নিয়েও একযোগে কাজ করার বার্তা, আইনশৃঙ্খলা প্রসঙ্গে রাজ্যপাল