For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যায় পৌঁছে গেলেন উদ্ধব ঠাকরে, জারি ১৪৪ ধারা

দুই দিনের সফরে অযোধ্যায় পৌঁছে গেলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। সরযূ নদীর তীরে আরতিতে অংশ নেবেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

দুই দিনের সফরে অযোধ্যায় পৌঁছে গেলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। সরযূ নদীর তীরে আরতিতে অংশ নেবেন তিনি। শিব সৈনিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এর পাশাপাশি অযোধ্যায় রাম মন্দিরের স্থানও দর্শন করবেন তিনি। জনসভাও করবেন। রাম মন্দির নিয়ে যাতে তাড়াতাড়ি অধ্যাদেশ আনা হয় তাকে তরান্বিত করতেই উদ্ধব অযোধ্যায় এসেছেন বলে মনে করা হচ্ছে।

অযোধ্যায় পৌঁছে গেলেন উদ্ধব ঠাকরে, জারি ১৪৪ ধারা

এদিন অযোধ্যায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শিবসেনা বিজেপির সঙ্গী দল হলেও কড়া বিরোধিতা করে এসেছে নানা সময়ে। রাম মন্দিরের অধ্যাদেশ আনতেও বিজেপিকে চাপ দিয়েছে উদ্ধব ঠাকরের দল।

এদিন বিকেলে আরতি করবেন উদ্ধব। সেইসময়ে দেশ জুড়ে সমস্ত শিবসৈনিককে আরতি করতে বলা হয়েছে। স্থানীয় বিজেপি প্রশাসন এদিকে ১৪৪ ধারা জারি করেছে। চার জনের বেশি মানুষের জমায়েত করা যাবে না বলে নির্দেশ জারি হয়েছে।

প্রসঙ্গত, অযোধ্যায় ফের একবার রাম মন্দিরের প্রসঙ্গ তুলবেন উদ্ধব। এর আগে তিনি নতুন স্লোগান দেন, আগে মন্দির তারপরে সরকার। মানুষকে দিনের পর দিন বোকা বানানো হচ্ছে বলে তিনি ঘুরিয়ে তোপ দেগেছেন বিরোধীদের। তাঁর অযোধ্যায় উপস্থিতি পরিস্থিতি কোনদিকে নিয়ে যায় সেদিকেই নজর সকলের।

English summary
Uddhav Thackeray reaches Ayodhya, Section 144 imposed as a precaution
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X