For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"আমি সব দিয়েছিলাম শিন্ডেকে", অবাক উদ্ধবের আবেগপ্রবণ স্বীকারোক্তি

"আমি সব দিয়েছিলাম শিন্ডেকে", অবাক উদ্ধবের আবেগপ্রবণ স্বীকারোক্তি

Google Oneindia Bengali News

বিজেপি যেন কাঁটা দিয়ে কাঁটা তুলল। একসময় তাঁদেরকে ছেড়ে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছিল। সেই সময় শিবসেনার সঙ্গেই ছিলেন তাঁদের সঙ্গী একনাথ শিন্ডে। সেদিন বিজেপির অন্যতম কাঁটা ছিলেন শিন্ডে। আজ তাঁকে ধরেই ঘুঁটি সাজিয়ে সরকার থেকে সরিয়ে দেওয়ার জায়গায় শিবসেনাকে নিয়ে চলে গিয়েছে বিজেপি। মাত্র আড়াই বছরেই আঘাদি জোটের বেঘোরে পতন হবার জায়গায় চলে গিয়েছে। সব নিয়ে বিপর্যস্ত শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তিনি বিশেষ ভাবে ক্ষুব্ধ এবং হতাশ একনাথ শিন্ডের এমন আচমকা পরিবর্তনে।

অবাক উদ্ধব

অবাক উদ্ধব

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে শুক্রবার রাজ্যে রাজনৈতিক অস্থিরতার মধ্যে তার দলের কর্মীদের সঙ্গে কথা বলার সময় বলেন যে তিনি শিন্ডেদের জন্য অনেক কিছু করেছেন। তাঁরা যে এমন করবেন তিনি ভাবেননি। উদ্ধব বলেছেন, "একনাথ শিন্ডের ছেলে শিবসেনার সাংসদ, আমি তার জন্য সবকিছু করেছি। আমার কাছে যে দফতর ছিল তা শিন্ডেকে দেওয়া হয়েছিল,"

আর কী বলেন উদ্ধব ?

আর কী বলেন উদ্ধব ?

উদ্ধব পার্টির সভায় বলেন যে , একনাথ শিন্ডের নেতৃত্বে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই তাঁকে আরও লড়াই করতে অনুপ্রানিত করছে। উদ্ধব বলেন যে, "আমি শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবন ছেড়েছেন, লড়াই নয়। যারা বলত, আমরা মরব কিন্তু শিবসেনা ছাড়ব না, আজ পালিয়ে গেল। এসব দেখে একটু অবাক লাগে। তবে তাঁদের বিরুদ্ধে লড়াই করতে আমার ভালো লাগবে।"

আবেগপ্রবণ উদ্ধব

আবেগপ্রবণ উদ্ধব

তাঁর দলের কর্মীদের উদ্দেশে আবেগপ্রবণ আবেদন জানিয়ে উদ্ধব বলেন, "আমি ক্ষমতার লোভী নই। যারা বলতেন আমরা মরব, কিন্তু শিবসেনাকে কখনও ছাড়ব না আজ তাঁরা কোথায় গিয়েছেন দেখতেই পাচ্ছেন।" বাবা বালাসাহেব ঠাকরের নাম নিয়ে বিদ্রোহী নেতাদের জনগণের কাছে যাওয়ার চ্যালেঞ্জ জানিয়ে উদ্ধব বলেন, "তাদের সাহস থাকলে বালাসাহেব এবং শিবসেনার নাম নেবেন না।" আসলে বিদ্রোহী গোষ্ঠী নেতারা দল ছাড়ার সময় শিবসেনার নাম নিয়ে বলেছিলেন যে , তাঁরা বালাসাহেবের একনিষ্ঠ ভক্ত ছিলেন আছেন থাকবেন। তাই তাঁদেরকে উদ্দেশ্য করে এই কথা বলেন তিনি।

উদ্ধবের পালটা

উদ্ধবের পালটা

মুখ্যমন্ত্রী দলীয় বিধায়কদের নাগালের বাইরে ছিলেন বলে বিদ্রোহী বিধায়করা অভিযোগ করেছিল। উদ্ধব শুক্রবার বলেছিলেন যে তিনি তার স্বাস্থ্যের কারণে মানুষের সাথে দেখা করতে পারেননি। "আমি চোখ খুলতেও পারিনি। আমার ঘাড়ে এবং মাথায় ব্যথা ছিল,"। শিবাজী মহারাজের নাম করে উদ্ধব বলেছিলেন, "শিবাজি মহারাজ পরাজিত হয়েছিলেন কিন্তু মানুষ সর্বদা তাঁর সাথে ছিল। আমিও ওনার মন্ত্রে দিক্ষিত। লড়াই আমি চালিয়ে যাব"

একনাথ শিন্ডের U টার্ন ২৪ ঘন্টার মধ্যে! বিদ্রোহী সেনা বিধায়কের অফিস ভাঙচুরে পরে মহারাষ্ট্রে হাই অ্যালার্টএকনাথ শিন্ডের U টার্ন ২৪ ঘন্টার মধ্যে! বিদ্রোহী সেনা বিধায়কের অফিস ভাঙচুরে পরে মহারাষ্ট্রে হাই অ্যালার্ট

English summary
uddhav thackeray says he has given everything to eknath shinde
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X