For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রীর মদতেই সচিনের দৌরাত্ম্য, পদত্যাগ করুন উদ্ধব! শিবসেনাকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ বিজেপির

মুখ্যমন্ত্রীর মদতেই সচিনের দৌরাত্ম্য, পদত্যাগ করুন উদ্ধব! শিবসেনাকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ বিজেপির

  • |
Google Oneindia Bengali News

মুকেশ আম্বানির বাড়ির সামনে থেকে বিস্ফোরক ভর্তি গাড়ি পাওয়ার পর থেকেই চলছিল চাপানৌতর। এমনকী এই ঘটনার পর শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নির্দেশে মুম্বই পুলিশের প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সচিন ওয়াজেকেও। এবার সেই সচিনকে নিয়েই বাকযুদ্ধে নামল বিজেপি-শিবসেনা।

উদ্ধবই সচিনের ‘গডফাদার’

উদ্ধবই সচিনের ‘গডফাদার’

এদিকে এই ঘটনার শুরু থেকেই শিবসেনার বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে থাকেন গেরুয়া শিবিরের নেতারা। এবার এই নিয়ে উদ্ধব ঠাকরে কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা নারায়ন সিং রানে। এমনকী শিবসেনা প্রধানকে সচিন ওয়াজের 'ধর্মপিতা' বা 'গডফাদার' বলেও কটাক্ষ করেন তিনি। উদ্ধবের অঙ্গুলীলেহনেই সচিনের এই বাড়বাড়ন্ত বলেও অভিযোগ করেন তিনি।

বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার

বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার

এই প্রসঙ্গে আরও গুরুতর অভিযোগ করে নারায়ন সিং বলেন, " এর আগেও চাকরি থেকে সাসপেন্ড হয়েছেন ওই পুলিশ কর্তা। কিন্তু মুখ্যমন্ত্রীই তাঁকে পুনর্বহাল করেছিলেন। এমনকী অপরাধ গোয়েন্দা শাখার দায়িত্বও দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সাহায্যেই দিনে দিনে সচিন ওয়াজের দৌরাত্ম বেড়েছে।" শুধু এই বিস্ফোরক অভিযোগ করেই থেমে যাননি ওই বিজেপি নেতা, মুখ্যমন্ত্রী পদ থেকে উদ্ধবের পদত্যাগেরও দাবি তোলেন তিনি।

আসল ঘটনার সূত্রপাত কোথায় ?

আসল ঘটনার সূত্রপাত কোথায় ?

প্রসঙ্গত উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারি মুকেশ অম্বানীর বাড়ির সামনে থেকে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি উদ্ধার করা হয়। তার ভিতরে হুমকি চিঠিও ছিল এদিকে এই মামলায় একাধিক গুরুতর অভিযোগ সামনে আসার পর গত সপ্তাহেই গ্রেফতার করা হয় মুম্বই পুলিশের এনকাউন্টার বিশেষজ্ঞ সচিন ওয়াজেকে। মুকেশ অম্বানীর বাড়ির কাছে গাড়িতে বিস্ফোরক রাখার ঘটনায় জড়িত সন্দেহে ধরা হয় তাঁকে।

 সচিনের পক্ষে আওয়াজ তোলেন একাধিক শিবসেনা নেতা

সচিনের পক্ষে আওয়াজ তোলেন একাধিক শিবসেনা নেতা

এদিকে সচিনের গ্রেফতারির পরেই তাঁর পক্ষে দাঁড়িয়ে মুখ খুলতে দেখা যায় একাধিস তাবড় তাবড় শিবসেনা নেতাকে। সচিনকে 'সৎ ও দক্ষ আধিকারিক' বলে বিতর্কের মুখে পড়েন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। অন্যদিকে এদিনও শিবসেনা মুখপত্র সামানাতে সচিনের পক্ষে কলাম লেখা হয়। এমনকী পদ থেকে সরানো হলেও তিনি আদপে রাজনৈতিক প্রতিহিংসার বলি, সে কথা স্পষ্ট ভাবে লেখা হয় সামানাতে। যা নিয়েও বিস্তর বিতর্ক চলছে রাজনৈতিক মহলে। এমতাবস্থায় সচিন ইস্যুতে সেনা-বিজেপি যুদ্ধ যে গোটা ঘটনায় নতুন মাত্রা যোগ করতে চলেছে তা বলাই বাহুল্য।

কেন মা বলে মমতাকে ডেকেছিলেন? বিস্ফোরক তথ্য ফাঁস করলেন ভারতী ঘোষকেন মা বলে মমতাকে ডেকেছিলেন? বিস্ফোরক তথ্য ফাঁস করলেন ভারতী ঘোষ

অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফারঅনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার

English summary
Maharashtra CM Uddhav Thackeray is Sachin's 'godfather',BJP attacks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X