
একনাথ শিন্ডের সঙ্গেও বিশ্বাসঘাতকতা! বিধায়কদের বিজেপি-যোগের জল্পনা বাড়ালেন উদ্ধব
শীঘ্রই মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন মোড় আসতে চলেছে। ঠিক যেভাবে উদ্ধব ঠাকরেকে সরতে হয়েছে, সেভাবেই একনাথ শিন্ডেকেও সরিয়ে দেওয়া হবে কুর্সি থেকে। খোদ উদ্ধব ঠাকরে বলেন, যাঁদের সঙ্গে হাত মিলিয়ে একনাথ শিন্ডেরা মহারাষ্ট্রে সরকার ভেঙেছে, তারাই এবার একনাথ শিন্ডেকে সরিয়ে কুর্সির দখল নেবে।

শিন্ডে শিবিরের বিধায়করা ক্ষুব্ধ, বিজেপিতে ঝুঁকে!
সম্প্রতি শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরের মুখপত্র 'সামনা'য় এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। দাবি করা হয়েছে, শিন্ডে শিবিরের ৪০ জন বিধায়কের মধ্যে ২২ জন বিধায়ক ক্ষুব্ধ। তারা খুব শীঘ্রই বিজেপিতে যোগ দিতে পারেন। আর তারপরই বিজেপি এককভাবে সরকার গড়ার পরিকল্পনা করতে পারে।

শিন্ডে শিবিরকে ধরাশায়ী করা স্রেফ সময়ের অপেক্ষা
সামনার প্রতিবেদনে বলা হয়েছে, একনাথ শিন্ডেকে অস্থায়ীভাবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করা হয়েছে। সকলেই প্রায় বুঝে গিয়েছে, শিন্ডের মুখ্যমন্ত্রিত্ব টলমল। এখ সকলেই বুঝে গিয়েছে, যে কোনও সময় পড়ে যেতে পারে একনাথ শিন্ডের সরকার। বিজেপি এককভাবে সরকার গঠনের চেষ্টা করছে। শিবসেনাকে ভাঙতে টোপ হিসেবে ব্যবহার করা হয়েছিল। টোপ গিলে নেওয়া পর শিন্ডে শিবিরকে ধরাশায়ী করা স্রেফ সময়ের অপেক্ষা বিজেপির পক্ষে।

শিন্ডে শিবির বিজেপির ফাঁদে পড়ে গিয়েছে
উদ্ধব শিবিরের দাবি, শিণ্ডে শিবিরের আন্ধেরি পূর্বের উপনির্বাচনে প্রার্থী দেওয়া উচিত ছিল। কিন্তু বিজেপি তাদের প্রার্থী দিতে দেয়নি বা বিজেপির জন্যই তারা প্রার্থী দেয়নি। শিন্ডে শিবির বিজেপির ফাঁদে পড়ে মহারাষ্ট্রের প্রভূত ক্ষতি করে চলেছে। তাই মহারাষ্ট্রবাসী কোনওদিন ক্ষমা করবে না শিন্ডে শিবিরকে।

একনাথ শিন্ডে পুতুল মুখ্যমন্ত্রী, সব সিদ্ধান্তই দেবেন্দ্রর
সামনার বিশ্লেষণে বলা হয়েছে, বিজেপি শি্ন্ডেকে নিজেদের সুবিধামতো ব্যবহার করে যাবে। যেদিন দেখবে তাঁকে দিয়ে কোনও কাজ হচ্ছে না, ছুড়ে ফেলে দেবে, সেদিন সমাগতপ্রায়। উদ্ধব শিবিরের দাবি, একনাথ শিন্ডে পুতুল মুখ্যমন্ত্রী, সব সিদ্ধান্তই নিচ্ছেন দেবেন্দ্র ফড়নবীশ। মুখ্যমন্ত্রী হিসেবে একনাথ শিন্ডের কাজ কেবল সিদ্ধান্তগুলি ঘোষণা করা।

যদি পুরসভা ভোটে চমক দেখাতে পারে উদ্ধব শিবির
সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে উদ্ধব শিবির মহারাষ্ট্রে ভালো ফল করেছে। কংগ্রেস বিজেপিকে ধরাশায়ী করেছে তাদের গড় নাগপুরে। ফলে মহা আগাদি ফের মহারাষ্ট্রে সক্রিয়। সামনেই বৃহন্মুম্বই পুরসভার নির্বাচন। সেই নির্বাচন উদ্ধব শিবিরের কাছে চ্যালেঞ্জ। পঞ্চায়েতে ভালো ফলের পর যদি পুরসভা ভোটে চমক দেখাতে পারে উদ্ধব শিবির তবে একনাথ শিন্ডে শিবির চাপে পড়তে বাধ্য।

শিন্ডেকে দুর্বল ও বিজেপির অংশ হিসেবে দেখানোর চেষ্টা
সম্প্রতি আন্ধেরি পুর্ব কেন্দ্রের উপনির্বাচনে দুই শিবসেনা শিবির মুখোমুখ হবে বলে মনে করা হয়েছিল। কিন্তু শিন্ডে শিবিরের পরিবর্তে বিজেপি শিবির প্রার্থী দেয়। এবং পরে নাম প্রত্যাহার করে। ফলে উদ্ধব শিবিরের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান। এই উপনির্বাচনের প্রয়োজন পড়েনি আর। এদিকে শিন্ডে শিবিপের পাল্টা, যে কোনও প্রকারে তাদেরকে দুর্বল ও বিজেপির অংশ হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। উদ্ধব শিবিরের দাবি পুরোপুরি ভিত্তিহীন।
২০২৪ সালের জানুয়ারি মাসে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে রাম মন্দির, আশ্বাস ট্রাস্টের