For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বইয়ে সারা রাত মল, খাবার জায়গা খুলে রাখার সিদ্ধান্ত! বিরোধিতায় বিজেপি

মুম্বইয়ে সারা রাত মল, খাবার জায়গা খুলে রাখার সিদ্ধান্ত! বিরোধিতায় বিজেপি

  • |
Google Oneindia Bengali News

মুম্বইয়ের মল, খাবার জায়গা ২৪ ঘন্টাই খোলা থাকবে। এদিন মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন সরকার ক্যাবিনেটে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। ২৭ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকরী করা হবে। মহারাষ্ট্রের পর্যটন এবং পরিবেশমন্ত্রী আদিত্য ঠাকরে এই প্রস্তাব দিয়েছিলেন। যদিও বিজেপি এই সিদ্ধান্তের কড়া বিরোধিতা করেছে।

মন্ত্রী দিয়েছিলেন প্রস্তাব

মন্ত্রী দিয়েছিলেন প্রস্তাব

শনিবার মন্ত্রী তথা ওরলি থেকে নির্বাচিত শিবসেনার বিধায়ক আদিত্য ঠাকরে শনিবার বলেছিলেন, মুম্বইয়ের মল, খাবার জায়গা ২৪ ঘন্টাই খোলা রাখতে চায় সরকার। ক্যাবিনেটে আলোচনার পর এই প্রস্তাবে আজ শিলমোহর দিয়েছে সরকার।

সিদ্ধান্তে ব্যতিক্রমও থাকছে

সিদ্ধান্তে ব্যতিক্রমও থাকছে

যদিও সরকারি এই সিদ্ধান্তের ব্যতিক্রমও থাকছে। যেসব খাবারের জায়গায় মদ পাওয়া যায়, যেমন পাব, বার, সেগুলির ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। বারগুলি খোলা থাকবে রাত ১.৩০ পর্যন্ত।
২০১৩ সালেও এই প্রস্তাব এসেছিল। কিন্তু সেই সময় ক্যাবিনেট এই প্রস্তাবে সম্মতি দেয়নি।

লন্ডনের উদাহরণ সরকারের

লন্ডনের উদাহরণ সরকারের

পর্যটনমন্ত্রী আদিত্য ঠাকরে জানিয়েছেন, লন্ডন শহরের রাতের অর্থনীতি ৫ বিলিয়ন পাউন্ডের। সরকার আশা করছে মুম্বইতেও একইধরনের বৃদ্ধি হবে। তিনি বলেন, সার্ভিস সেক্টরে ৫ লক্ষ যুবক কাজ করেন। সরকারের এই সিদ্ধান্তে চাকরির সংখ্যা দ্বিগুণ হবে। এই সিদ্ধান্তে পর্যটনে উৎসাহ দেবে বলেও মনে করছে সরকার।

প্রথম পর্যায়ে যেসব জায়গায় পাওয়া যাবে সুবিধা

প্রথম পর্যায়ে যেসব জায়গায় পাওয়া যাবে সুবিধা

প্রথম পর্যায়ে বান্দ্রা কুরলা কমপ্লেক্স, নরিম্যান পয়েন্টে এই সুবিধা পাওয়া যাবে। নরিম্যান পয়েন্ট এবং বিকেসিতে একটি কলে লেনকে এব্যাপারে চিহ্নিত করা হয়েছে। এখানে ফুড ট্রাকগুলি রাতে ব্যবসা করতে পারবে।

বিজেপির বিরোধিতা

বিজেপির বিরোধিতা

বিজেপি নেতা বলেছিলেন, যদি অ্যালকোহলের সংস্কৃতি জনপ্রিয় হয়ে যায়, তাহলে তা মহিলাদের বিরুদ্ধে অপরাধ বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা নেবে। যার জেরে হাজারো হাজারো নির্ভয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। তাই মন্ত্রীর উচিত এই ধরনের সংস্কৃতি ভারতের মতো দেশের পক্ষে উপযুক্ত কিনা, তা ভেবে দেখা।

স্কুলপাঠ্যে অনুকূল ঠাকুরের জীবনী রাখার আবেদন মুখ্যমন্ত্রীর কাছেস্কুলপাঠ্যে অনুকূল ঠাকুরের জীবনী রাখার আবেদন মুখ্যমন্ত্রীর কাছে

English summary
Uddhav Thackeray cabinet decides to let malls and eateries stay open through the night in Mumbai. Although BJP opposes this decision.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X