For Daily Alerts

ঝাঁসির পরে আজ উদয়পুরে সমাবেশ মোদীর

উদয়পুরের প্রত্যন্ত গ্রাম থেকে বিজেপি সমর্করা এদিন সভায় যোগ দেবেন বলে জানিয়েছেন বিজেপি নেতা জি সি কাতারিয়া। রাজস্থানের বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির কার্যবিবরণী তৈরি করা হয়ে গিয়েছে। এবং তা ইতিমধ্যেই দলের রাজ্য সভাপতি বসুন্ধরা রাজের কাছে জমা দেওয়া হয়েছে বলেও জানান এই বিজেপি নেতা।
পূর্ববর্তী ২০০৮ সালের কার্যবিবরণীতে উল্লিখিত মুখ্য বিষয়বস্তুর সঙ্গে সমাজের সর্বস্তর থেকে আমন্ত্রিত প্রস্তাব ও নতুন বিষয়সূচি অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানিয়েছেন কাতারিয়া। এমনকী ২০০টি বিধানসভা নির্বাচনক্ষেত্র থেকে আমন্ত্রিত বিভিন্ন চাহিদা ও ছোটখাটো বিষয়কেও বিজেপির কার্যবিবরণীর অন্তর্ভুক্ত করা হয়েছে। বলেও জানিয়েছেন কাতারিয়া।
ঝাঁসির মতো উদয়পুরের সমাবেশও জনস্রোতে ভেসে যাবে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব।
Comments
udaipur jaipur narendra modi bjp election campaigns rajasthan উদয়পুর জয়পুর নরেন্দ্র মোদী বিজেপি নির্বাচনী প্রচার কার্যবিবরণী
English summary
Udaipur all set to welcome Narendra Modi
Story first published: Saturday, October 26, 2013, 13:12 [IST]