তামিলনাড়ুর থার্মাল পাওয়ার স্টেশন বিস্ফোরণে আহতদের ২ জনের মৃত্যু, ক্ষতিপূর্ণ ঘোষণা কেন্দ্রের
অন্ধ্রপ্রদেশ, ছত্রিশগড়ের কারখানায় গ্যাস লিক ও বিস্ফোরণের পর একই ঘটনা ঘটেছিল তামিলনাড়ুর কুড্ডালোরে থার্মাল পাওয়ার স্টেশনে। ৮ মে-এর সেই ঘটনায় ৮ জন কর্মী আহত হয়েছিলেন। তাদের মধ্যে এদিন ২ জনের মৃত্যু হল হাসপাতালেই। মৃতদের পরিবারকে ১৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী ঘোষণা করেন, মৃতদের আত্মীয়কে চাকরিও দেওয়া হবে সংস্থার তরফে।

এই থার্মাল পাওয়ার স্টেশনে ২১০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন হয়। এর মধ্যে সাতটি ইউনিট আছে। এগুলোর মধ্যে তিনটি ইউনিটে কাজ চলছিল। সেই সময় বিস্ফোরণটি হয়েছিল। বিস্ফোরণের পর কুণ্ডলী পাকানো ধোঁয়া এলাকায় আতঙ্ক ছড়ায়। পরে উদ্ধারকারী দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ৮ জনকে।
প্রসঙ্গত, ৮ মে তামিলনাড়ুর এই ঘটনাটি ছাড়াও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে কেমিক্যাল গ্যাস লিক করার ঘটনায় ১১ জনের প্রাণ হারিয়েছিলেন। তারপরে ছত্রিশগড়ের রায়গড়ে একটি পেপার মিলে গ্যাস লিক করার ঘটনায় ৭ জন কর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়। যার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

করোনা এখনই বিদায় নেবে না! বিকল্প পথের সন্ধান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়